কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধির জন্য তিন মাস মাছ শিকার বন্ধ থাকাকালীন সময়ে খাদ্য সহায়তা হিসেবে সরকার জেলার বালুখালী ইউনিয়নে বসবাসরত ১১শ’ ৩৮ জেলে পরিবারের মধ্যে সাড়ে ৪৫ মেট্রিক টন চাল বিতরণ করেছে।
বৃহস্পতিবার বালুখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাপ্তাই হ্রদের উপর মাছ শিকার করে জীবিকা নির্বাহকারী ওই ইউনিয়নের ১১শ’ ৩৮ মৎস্যজীবী পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
এর মধ্যে প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্যামল পাল, ইউপির ওয়ার্ড মেম্বার বন কুমার চাকমা, বসুন্ধরা দেওয়ান, নিকোলাই পাংখুয়া, প্রদীপ চাকমা, মনিষ চাকমা, বাবুধন চাকমা ও বালুখালী ইউপির কার্যালয়ের সেক্রেটারি প্রকাশ তালুকদার।
উল্লেখ্য, গত ৩০ এপিল থেকে কাপ্তাই হ্রদের মৎস্য প্রজনন বৃদ্ধির জন্য হ্রদের সব মাছ শিকার, আহরণ ও বাজারজাত নিষিদ্ধ করে জেলা প্রশাসন। ওই সময়ে জেলে পরিবার যাতে আর্থিক সংকট ও অবৈধভাবে মাছ শিকারে জড়িয়ে না পড়ে, সেজন্য প্রতি বছরের মত এ বছরও খাদ্যশস্য সহায়তার সিদ্ধান্ত নেয় সরকার।