Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ , ২ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (111 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৮-২০১২

বাগেরহাটে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মশালা

বাগেরহাটে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মশালা
জেলা পর্যায়ে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শাহ নেওয়াজ তালুকদার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় আরো বক্তৃতা করেন বাগেরহাট বিআরডিবির উপ-পরিচালক শান্তি রাম দত্ত।
কর্মশালায় জানানো হয়, জেলার ৯টি উপজেলার ৩৬টি ইউনিয়নকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় অন্তরভুক্ত করা হয়েছে । এই প্রকল্পের আওতায় ৩২৪টি গ্রামের ১৮ হাজার ৫৪২টি সুবিধাভোগী পরিবার রয়েছে। ৫৪০ জন সুবিধাভোগীদের প্রশিণ প্রদান করা হয়। ইতোমধ্যে জেলার ৯টি উপজেলার ২৬২টি পরিবারকে গাভী, ২৬০ পরিবারকে টিন, ৮৪টি পরিবারকে হাস-মুরগী প্রদান করা হয়েছে ।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলায় সমিতির সদস্যদের কাছ থেকে সঞ্চয় তহবিল হিসেবে ১ কোটি ৩ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসন এবং বিআরডিবি এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জন অংশগ্রহণ করেন ।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে