Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৯-২০১৬

সিডনির রাস্তায় হঠাৎ মোশাররফ

সিডনির রাস্তায় হঠাৎ মোশাররফ

সিডনি, ০৯ এপ্রিল- শুধু জনপ্রিয়তায় নয় ব্যাস্ততায়ও শীর্ষে অভিনেতা মোশাররফ করিম। প্রায় সারা বছরই শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। ফলে দেশের বাইরে ঘুরতে যাওয়ার সময় খুব একটা পাননা তিনি। আবার যখন যান, তখন কোন না কোন শুটিংয়ের প্রযোজনেই যাওয়া হয়। এবারও তেমনই এক সফর। গত ৬ এপ্রিল বিদেশ বাংলা টিভি ও টিমওয়ার্কাস এর আয়োজনে তিনটি খণ্ড নাটকের সূত্রে স্ত্রীসহ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় যান মোশাররফ।

দেখা গেলো, শুটিংয়ের ফাঁকে স্ত্রী রোবেনা জুঁইকে নিয়ে মোশাররফ ঘুরে বেড়াচ্ছেন সিডনির পথেঘাটে। হঠাৎ হঠাৎ ভক্তদের সঙ্গেও দেখা মিলছে তার। ভক্তরাও চমকে উঠছে তাকে অস্ট্রেলিয়ার রাস্তায় দেখে। এমনই এক ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ করেছেন তিনি।

নাটকগুলোতে মোশাররফ-জুঁই ছাড়াও অভিনয় করেছেন-মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ, রহমতউল্লাহসহ সিডনী প্রবাসী অভিনেতা-অভিনেত্রীগণ।

নাটক তিনটি হলো- এনি সাবরিনের পরিচালনায় ‘তবুও ভালোবাসি’, শিমুল সিকদারের রচনা ও পরিচালনায় ‘অঘটন’ ও মাসুম রেজার রচনায় ও সজীব আহমেদ চৌধুরীর পরিচালনায় ‘বিউটিফোবিয়া’।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সিডনীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকগুলো নির্মাণের কাজ চলবে। এগুলো আসছে ঈদে বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আর/১০:৩৪/০৯ এপ্রিল

ঢালিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে