Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৮-২০১৬

জাপানে বিমান দুর্ঘটনায় ৬ সেনার মৃত্যু

জাপানে বিমান দুর্ঘটনায় ৬ সেনার মৃত্যু

বেইজিং, ০৮ এপ্রিল- জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) ছয় সদস্যসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। তবে আরোহীদের কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১ টার দিকে কাগুশিমা প্রদেশের তাকাকুমা পর্বতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে।

এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে জাপানের কাগুশিমার কানওয়া বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর রেডার থেকে ইউ১২৫ নামের বিমানটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপর দুই ইঞ্জিন বিশিষ্ট ১৫ মিটার দৈর্ঘে্যর এই জেট বিমানটি খুঁজতে  পুলিশ, দমকল বাহিনীর কর্মী, এসডিএফ সদস্য ও  বিশেষ বাহিনীর ৬শ সদস্য ২৪ ঘণ্টা অনুসন্ধান চালায় বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি।

দুপুরে জেট বিমান পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তাবার্তা সংস্থা কিয়োডো নিউজকে বলছেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। বিমানের বিধ্বস্ত অংশ ছাড়া কোন জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি।

চল্লিশ বছর বয়সী একজন মেজরের নেতৃত্বে নিখোঁজ বিমানটিতে ছিলেন একজন সহকারি পাইলট, দুইজন ক্রু ও দুইজন রেডিও তরঙ্গ নিয়ন্ত্রনকারী।

আর/১০:১১/০৮ এপ্রিল

এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে