Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৮-২০১৬

২৭ মে গুরু অনুরাগ কাশ্যপের ছবিতে নওয়াজউদ্দিন

২৭ মে গুরু অনুরাগ কাশ্যপের ছবিতে নওয়াজউদ্দিন

মুম্বাই, ০৮ এপ্রিল- বলিউডে বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয় করেছেন আমির, সালমান ও শাহরুখের সঙ্গেও। অভিনয়ে সিডিউল নিতে আজ তার পেছনে প্রযোজকদের ভিড়। অথচ একটা সময়ে কেউই তাকে অভিনয়ে পাত্তা দেয়নি, শুধু মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপ ছাড়া। আর এরপর থেকেই অনুরাগ কাশ্যপকে গুরুর আসনে বসিয়েছেন নওয়াজ। আর একটু বিরতির পর ফের এই গুরুর নতুন সিনেমায় দেখা যাবে নওয়াজউদ্দিনকে।

বলিউডের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপ। তরুণদের কাছে তিনি ক্রেজ। গত বছর ‘বুম্বে ভেলভেট’ নির্মাণ করে অর্থনৈতিকভাবে লোকসানের মুখ দেখলেও ফের নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। আর এই ছবিতে তার নির্দেশনায় অভিনয় করলেন এই তারই হাতে গড়া এই সময়ের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।  

ভারতীয় সংবাদ মাধ্যম আর নির্মাতা অনুরাগের টুইট থেকে জানা গেছে, ‘রামন রাঘব’ নামের একটি নতুন ক্রাইম থ্রিলার নিয়ে আসছেন অনুরাগ কাশ্যপ। শুধু তাই নয়, এরইমধ্যে প্রায় নব্বই শতাংশের বেশি কাজ শেষও করে ফেলেছেন। আসছে মে মাসের ২৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তিও দিবেন বলে জানা গেছে।  

অনুরাগের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার মধ্য দিয়ে আলোচনায় আসেন নওয়াজউদ্দিন। আর এর জন্য অবশ্য পরমভাবে অনুরাগের প্রতি কৃতজ্ঞ মেধাবী অভিনেতা নওয়াজ। আর এই গুরুস্থানীয় নির্মাতার ছবিতে ফের অভিনয় করলেন তিনি। এবং একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার রামন রাঘবের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ।  ষাটের দশকের মাঝামাঝি সময়ের মুম্বাইয়ের আতঙ্ক ছিল এই রামন রাঘব।  

অভিনয় জগতে পা রেখেছেন সেই ১৫ বছর আগে। কিন্তু বছর তিনেক আগেও তাকে কেউ চিনতই না নওয়াজকে। নিজের মেধা আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি বর্তমান সময়ে বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা! বিচিত্রসব চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের সামর্থ জানান দিয়েছেন।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে