Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.3/5 (7 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৮-২০১৬

এবার ইরফান খানের রোমান্স সঙ্গী পাকিস্তানি সুন্দরী

এবার ইরফান খানের রোমান্স সঙ্গী পাকিস্তানি সুন্দরী

একের পর এক বলিউডমুখি হচ্ছে শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীরা। ফাওয়াদ খানতো রীতিমত বলিউডের নিজের জায়গা পাকাপোক্ত করেই নিয়েছেন। বলিউড বাদশা শাহরুখের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে সদ্য বলিউডে পা রাখলেন মাহিরা খান নামে আরেক পাকিস্তানি সুন্দরী। আর এবার শোনা যাচ্ছে প্রথমবার হলিউড ও বলিউডের খ্যাতি সম্পন্ন তারকা অভিনেতা ইরফান খানের রোমান্স সঙ্গীও হতে চলেছেন একজন পাকিস্তানি সুন্দরী!

বর্তমানে বাংলাদেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারকীর সিনেমা ‘নো বেড অব রোজেস’-এ অভিনয় করতে একমাসের সফরে প্রথমবারের মত বাংলাদেশে অবস্থান করছেন হলিউড ও বলিউডের খ্যাতিমান তারকা অভিনেতা ইরফান খান। আর এরমধ্যেই একাধিক সিনেমায় তার চুক্তিবদ্ধের কথা শোনা যাচ্ছে। গেল মাসের শেষ সপ্তাহে ‘ফাইন্ডিং ফানি’ নির্মাতার একটি সিনেমায় কঙ্গনা ও সুশান্ত রাজপুত সিংয়ের সঙ্গেও চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেল। আর এবার শোনা যাচ্ছে প্রথমবার বলিউডের পা রাখতে আসা পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী সাবাহ কামারের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। 

সাধারণত রোমান্টিক ধাঁচের সিনেমায় পাওয়া যায় না ইরফান খানকে। গেল বছরে তার অভিনীত ‘পিকু’ ছবিটি দর্শক সতস্ফূর্তভাবে গ্রহণ করায় সেই বিষয়টি কাজে লাগিয়ে আবারও একটি রোমান্টিক কমেডি ধাচের সিনেমায় নাম উঠছে ইরফান খানের। সাকেত চৌধুরির নির্মাণে এই ছবিটিতেই পাকিস্তানি সুন্দরীর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ইরফান খানকে!

বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় বাংলাদেশে শুটিংয়ে ব্যস্ত থাকলেও আজকে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউডের সিনেমা ‘জঙ্গল বুক’। যে ছবিতে রয়েছে ইরফান খানের কণ্ঠ। 

এফ/১৬:১৯/০৮এপ্রিল

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে