Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.5/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৮-২০১৬

‘ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ’

চকোর মালিথা


‘ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ’

ঢাকা, ০৮ এপ্রিল- ভারতের মনিপুরে নর্থইস্ট আশিয়ান বিজনেস সামিট উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রপ্তানি বাড়িয়ে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। ভারতের পক্ষ থেকেও ওই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যের ব্যাপক সম্ভাবনার কথা বলা হয়েছে।

ভারতের উত্তর পূর্ব রাজ্য মনিপুর। পাহাড় ঘেরা রাজধানী ইমফলে এতো বড় আন্তর্জাতিক কোনো আয়োজন এই প্রথম। ছোট্ট শহরের সিটি কনভেনশন সেন্টারে দুপুরে মঙ্গল প্রদীপ জ্বেলে নর্থইস্ট আশিয়ান বিজনেস সামিট এর উদ্বোধন করা হয়।

২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধনী বক্তৃতা করেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। সম্মেলনে বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।

মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এবং ভারত সবসময়ই একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। সামিটের বিভিন্ন পর্বে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য, পর্যটন এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাত উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

আর/১০:২১/০৮ এপ্রিল

ব্যবসা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে