Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৪-০৬-২০১৬

লন্ডন-রোম-বার্লিনে হামলার ইঙ্গিত আইএসের 

লন্ডন-রোম-বার্লিনে হামলার ইঙ্গিত আইএসের 

লন্ডন, ০৬ এপ্রিল- বর্তমান বিশ্বের অন্যতম আতঙ্কের নাম ইসলামিক স্টেট(আইএস)।সংগঠনটির বীভৎস কর্মকাণ্ডে অতীষ্ট সমগ্র বিশ্ব। এর ফলে দেশে দেশে যেমন সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তেমনি ধর্মীয় সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করেছে  লণ্ডন,বার্লিন এবং রোমে হামলার ইঙ্গিত দিয়ে। সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ হয়। 

প্রচারিত ভিডিও ক্লিপে বলা হয়েছে, ‘যুদ্ধ করো তাদের সাথে। কেননা আল্লাহ নিজ হাতে তাদের শাস্তি নিশ্চিত করবেন।’ ভিডিও ক্লিপটিতে আরো বলা হয়,‘যেখানে পাও তাদেরকে হত্যা কর।’ ভিডিওটিতে বর্ণনাকারী ওই বার্তাটিকে ‘সতর্কতামূলক বার্তা’উল্লেখ করে সকলকে আইএসের হয়ে যুদ্ধের আহ্বান জানান।

ভিডিওটির বর্ণনাকারী আরো বলেন, ‘গতকাল প্যারিসে হামলা হয়েছে, আজ হলো ব্রাসেলসে। কিন্তু স্বয়ং আল্লাহ জানেন আগামীকাল কোথায় হামলা হবে।’ তবে সম্ভাব্য পরবর্তী হামলাটি লণ্ডন,বার্লিন কিংবা রোমে হতে পারে ইঙ্গিত দিয়ে বর্ণনাকারী বলেন, ‘এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ৯/১১, প্যারিস কিংবা ব্রাসেলসে হামলার ধারাবাহিকতা রক্ষা করতেই চালানো হবে।’

মূলত ইরাকে সাদ্দাম ও সিরিয়ায় আসাদের পতনের পর দেশগুলো নেতৃত্বহীন হয়ে পড়লে জনপ্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে ভেঙ্গে পড়ে দেশ দুটির অর্থনীতি। বাড়তে থাকে সীমাহীন বেকারত্ব। দিশাহীন হয়ে পড়ে দেশ দুটির যুবসমাজ। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর হতাশাগ্রস্ত তরুণ মুসলিম যুবকরা ওই পথ অবলম্বন করে। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের সরকারগুলোর ভুলনীতি গ্রহণের ফলে আজ আইএসের মতো জঙ্গি সন্ত্রাসী গ্রুপগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। আবার কোন কোন বিশ্লেষক মনে করেন, পশ্চিমাদের ঘৃণিত পররাষ্ট্রনীতির ফলেই আজ সারা বিশ্বে আইএসের মতো জঙ্গি সন্ত্রাসীদের উত্থান হয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসী দলকে আর্থিকসহ সব রকম সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে গোপনে। 

এফ/০৮:৫৮/০৬ এপ্রিল

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে