Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৫-২০১৬

সানি-সালমানদের আসল নাম জানেন কি?

সানি-সালমানদের আসল নাম জানেন কি?

আপনি ফিল্মস্টার, আর আপনার নামতো আর ‘যেমন-তেমন’ হলে হবে না। তাই পরিবারের দেয়া টুনি, মনি, জরিনা, মর্জিনা কিংবা মখলেস, সমশের নাম বদলে ফেলতেই হবে! এটা কিন্তু হাল আমলেই হয় তা না। ফিল্মস্টারদের নাম বদলের ইতিহাসও বেশ পুরনো। আপনি কি জানেন অমিতাভ বচ্চনের আসল নাম বা ক্যাটরিনা কাইফের? বা সালমনের আসল নাম? জেনে নিন কয়েকজন বিখ্যাত বলিউড তারকাদের আসল নাম।

সানি লিওন:

ইদানিং বলিউড ইন্ড্রাস্ট্রি কাঁপানো নায়িকা সানি লিওনের আসল নাম জানেন? অনস্ক্রিন কাজ শুরু করার আগে ওর নাম ছিল করণজিত কৌর ভোরা।

সালমান খান:

এই সুপারস্টারের আসল নাম আবদুল রশিদ সলিম সালমান খান। অ্যাক্টিং কেরিয়ার শুরু করার আগে নিজেই নিজের নাম ঠিক করে নেন সল্লু।

ক্যাটরিনা কাইফ:

এই সুন্দরীর আগের নাম ছিল কেট টারকেট। উনি কি জানতেন এই নাম নিয়ে উনি বলিউডে জনপ্রিয় হওয়া মুসকিল! তাই কি নাম পাল্টে ক্যাটরিনা করে নেন! 

মল্লিকা শেরাওয়াত:

নিজের সাধারণ জীবন ভুলে বলিউডে এন্ট্রি নিতে রীমা লাম্বা হয়ে যান মল্লিকা শেরাওয়াত। 

রজনীকান্ত:

এই কিংবদন্তী অভিনেতার আসল নাম শিবাজী রাও গায়কওয়াড়। পরিচালক কে বালাচন্দর নাম পাল্টে করে দেন রজনীকান্ত।

জন আব্রাহাম:

এই হিরোর আসল নাম ফারহান আব্রাহাম। পরে অভিনয় শুরু করার আগে নিজেই নিজের নাম পরিবর্তন করেন তিনি।

অক্ষয় কুমার:

বলিউডের এই অ্যাকশন হিরোর নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া। ওঁর কিছু পুরনো বন্ধু নাকি এখনও ওঁকে রাজীব বলেই ডাকেন।

অমিতাভ বচ্চন:

বলিউডের এই কিংবদন্তীর নাম রাখা হয়েছিল অমিত শ্রীবাস্তব। পরে সেই নাম পাল্টে অমিতাভ রাখা হয়।

দিলীপ কুমার:

‘মুঘল-এ-আজাম’র সেলিমকে মনে আছে নিশ্চই! দিলীপ কুমার। তার আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান।

সাইফ আলি খান:

পাতৌদি খানদানের নবাবের ফিল্মি নামের বাইরেও একটা নাম আছে। যেটা কারিনার সঙ্গে ম্যারেজ অ্যাপ্লিকেশন ফাইল করার সময় জানা গেছে। সাইফের আসল নাম সাজিদ আলি খান।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে