Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০৩-২০১৬

বিশ্বের বৃহত্তম বিনিয়োগ তহবিল করবে সৌদি 

বিশ্বের বৃহত্তম বিনিয়োগ তহবিল করবে সৌদি 

রিয়াদ, ০৩ এপ্রিল- বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম বিনিয়োগ তহবিল গঠন করতে যাচ্ছে তেল নির্ভর অর্থনীতির দেশ সৌদি আরব। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধারাবাহিকভাবে কমতে থাকায় পণ্যটির ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

তহবিলটি হবে দুই ট্রিলিয়ন ডলারের। এ নিয়ে পাঁচ ঘণ্টা আলোচনা শেষে সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ বিনিয়োগ তহবিল গঠনের বিষয়ে নিজের অভিব্যক্তির কথা জানান। তিনি জানান, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আইপিও বিক্রি ও এর শেয়ার পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে (পিআইএফ) রূপান্তরিত করার মাধ্যমে এ তহবিলই হবে সৌদি সরকারের আয়ের অন্যতম উত্স। কারণ এ তহবিলের সুবাদে বিনিয়োগে বৈচিত্র্য আসবে। ফলে আগামী ২০ বছরের মধ্যে আমাদের দেশ বা অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল থাকবে না।

মোহাম্মদ বিন সালমান বলেন, দুই ট্রিলিয়ন ডলারের এ তহবিলটি সৌদি আরবকে তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সহায়তা করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। সেই সঙ্গে বিশাল এই তেল কোম্পানিটিকে একটি শিল্পভিত্তিক কনগ্লোমারেটে রূপান্তরিত করা হবে। আগামী বছরই আরামকোর শেয়ার আইপিও হিসেবে ছাড়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তেল অনুসন্ধানের পর প্রায় আট দশক পার হয়ে গেছে। এতদিন তেলের ওপর নির্ভর করেই দেশটির অর্থনীতি পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমানে সৌদি বাদশা সালমানের ৩০ বছর বয়সী ছেলে তেল রপ্তানির দিক থেকে বিশ্বের বৃহত্তম এ দেশটির অর্থনীতির গতিপথ পরিবর্তনের চেষ্টা করছেন। যার অংশ হিসেবেই আরামকোর শেয়ার বিক্রি আগামী বছর বা তারও আগে সম্পন্ন হতে পারে। 

আশা করা হচ্ছে, এর পরই তহবিলটি অভ্যন্তরীণ ও দেশের বাইরে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তহবিলটির আকার এতই বড় হবে যা অ্যাপল, গুগলের মূল কোম্পানি আলফাবেট ইনকরপোরেশন, মাইক্রোসফট করপোরেশন ও বার্কশায়ার হ্যাথওয়ের মতো প্রতিষ্ঠান কিনে নিতে পারবে।

এদিকে তেলের ওপর নির্ভরশীলতা কমাতে চাইলেও এখনই তেলের উত্পাদন কমাতে চাইছে না সৌদি আরব। তবে ইরানসহ অন্য শীর্ষস্থানীয় তেল উত্পাদনকারী দেশগুলো উত্পাদনের পরিমাণ কমাতে সম্মত হলে সৌদি আরবও এ বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছেন প্রিন্স সালমান। 

তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে তেলের উত্পাদন কমানো নিয়ে আগামী ১৭ এপ্রিল ওপেক ও এর বহির্ভূত দেশগুলো নিয়ে যে আলোচনার আয়োজন করা হয়েছে তাতে তারা অংশ নেবে না। উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে নিজেদের তেলশিল্পকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে ইরান।

এফ/২২:৪২/০৩ এপ্রিল

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে