Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.2/5 (19 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০২-২০১৬

জন্মদিনে বড়পর্দায় নিজেকে দেখবেন কুসুম শিকদার

জন্মদিনে বড়পর্দায় নিজেকে দেখবেন কুসুম শিকদার

ঢাকা, ০২ এপ্রিল- ২০০২ সালের লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় শিরোপা অর্জনের মাধ্যমে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন কুসুম শিকদার। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে মডেলিং, অসংখ্য নাটকসহ তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আসছে পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে কুসুম শিকদারের তৃতীয় চলচ্চিত্র ‘শঙ্খচিল’। তার আগে আগামী ১২ এপ্রিল রাজধানীর বসুন্ধরা সিটিতে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবার কথা রয়েছে। একই দিন এই অভিনেত্রীর জন্মদিনও। সে হিসেবে জন্মদিনে নিজেকে বড়পর্দায় দেখবেন কুসুম শিকদার।

২০১০ সালে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হন কুসুম শিকদার। সবশেষ ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘লাল টিপ’ ছবিটি। সে হিসেবে প্রায় চার বছর পর আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে কুসুম শিকদারের তৃতীয় চলচ্চিত্র ‘শঙ্খচিল’। গৌতম ঘোষ পরিচালনায় ছবিটি দুই বাংলার দর্শকই দেখতে পাবেন। ছবিতে কলকাতার নায়ক প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন কুসুম।

‘শঙ্খচিল’ এর মুক্তি উপলক্ষে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন কুসুম শিকদার। ছবির ফার্স্ট লুক ও গানের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে কিছুদিন আগেই কলকাতা গিয়েছিলেন। এছাড়া সেখানকার গণমাধ্যমের আমন্ত্রণে বেশ কয়েকটি ফটোশুট ও অনুষ্ঠানে অংশ নেন কুসুম।

এদিকে আগামী ১২ এপ্রিল ঢাকার বসুন্ধরা সিটিতে ‘শঙ্খচিল’-এর প্রিমিয়ার শো হবে। আর একইদিন কুসুম শিকদারের জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে তৃতীয় ছবি ‘শঙ্খচিল’। দুই বাংলাতে একই সঙ্গে ছবিটি মুক্তি পাচ্ছে। তার উপর ছবিটি মুক্তির মাত্র দুই দিন আগে জন্মদিন। সেদিন আবার ঢাকাতে ছবিটির প্রিমিয়ার শো হবে। সব মিলিয়ে আমার জন্য বিশাল একটি উপহার।’

উল্লেখ্য, সদ্য ঘোষিত ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মুক্তির আগেই সেরা ছবির খেতাব পেয়েছে গৌতম ঘোষের পরিচালনায় নির্মিত ‘শঙ্খচিল’। বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং অভিনেতা প্রসেনজিতের প্রযোজনা সংস্থা যৌথভাবে ছবিটি নির্মাণ করেছে।

আর/১৭:৩৩/০২ এপ্রিল

নাটক

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে