Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-০১-২০১৬

ভারতের রেলস্টেশনগুলো রূপান্তরিত হবে শপিং মলে

ভারতের রেলস্টেশনগুলো রূপান্তরিত হবে শপিং মলে
সিঙ্গাপুরের মেরিনা-বে রেল স্টেশনের ছবি। ছবি : টাইমস অব ইন্ডিয়া

নয়াদিল্লী, ০১ এপ্রিল- ভারতের রেলস্টেশনগুলোকে শপিং সেন্টারের আদলে সাজানো হবে। এতে নিরাপদে ভ্রমণের পাশাপাশি মানুষের ভ্রমণ হয়ে উঠবে সহজ ও আনন্দদায়ক। আর এজন্য রেলস্টেশনগুলোকে আরো আধুনিক করে গড়ে তুলতে ভবন পরিকল্পনায় আনা হবে পরিবর্তন। দেশটির রেলমন্ত্রণালয়ের সৌজন্যে এমন তথ্যই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।  

রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০১৫-১৬ তে এখাতে ঘাটতির পরিমাণ ৩২ হাজার কোটি টাকারও বেশি৷ এই ঘাটতি পূরণের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ৷

স্টেশন চত্বরেই সিঙ্গাপুর ও মালেয়শিয়ার আদলে গড়ে তোলা হবে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল এমনকি সিনেমা হলও৷ ট্রেন ছাড়তে দেরি করলে যাত্রীরা যেমন শপিং করে বা সিনেমা দেখে সময় কাটাতে পারবেন, আবার রেল কর্তৃপক্ষেরও লাভ হবে৷ স্টেশনের আশপাশের ফাঁকা অব্যবহৃত জমি বেসরকারি কোম্পানিকে দেবে রেলমন্ত্রণালয়৷ সেসব জায়গাতেই আধুনিকতার ছোঁয়া লাগবে৷ 

রেলের জমি উন্নয়ন পর্ষদকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে দিল্লি, মুম্বাই, জয়পুর, লখনৌ, কানপুর, গোয়ালিয়র, আজমিরসহ দেশের আরো কয়েকটি শহরের স্টেশনে প্রথমে সমীক্ষা করা হবে৷

রেলমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,  ‘ভারতীয় রেলের প্রায় ৪৩ হাজার হেক্টর খালি জমি রয়েছে৷ যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে না৷ রেলের জমি উন্নয়ন পর্ষদ এই জমিগুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে৷’ রেল ভাড়া বাড়ানোর পরিবর্তে যাত্রীদের মনোরঞ্জনের মধ্য দিয়ে লাভবান হতে চাইছে ভারতীয় রেল৷

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে