Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ মে, ২০১৯ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (22 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০১-২০১৬

অভিনয়ে না থেকেও অভিনয়ে আছেন মোনালিসা

কুদরত উল্লাহ


অভিনয়ে না থেকেও অভিনয়ে আছেন মোনালিসা

ঢাকা, ০১ এপ্রিল- মোজেজা আশরাফ মোনালিসা। মিডিয়াতে যাকে সবাই মোনালিসা নামেই চেনে। এই একটি নাম মুখে আসলেই মিষ্টি হাসিতে পাগল করা মেয়ের ছবি চোখে ভেসে ওঠে। তার নামটাই যে এমন। একটা সময় লাইট-ক্যামেরা, কাট-অ্যাকশেন শুনেই তার ঘুম ভাঙ্গত আবার ঘুমাতে যেতে হতো। অভিনয় করেছেন প্রচুর নাটকে। বিজ্ঞাপন দিয়েই মূলত তার মিষ্টি হাসি ধরা পড়ে। অসংখ্য ভক্ত তার রয়েছে। এখন আর নিয়মিত অভিনয়ে নেই তিনি। কিন্তু রয়ে গেছে তার অভিনীত নাটক, বিজ্ঞাপন গুলো। তেমনই একটি ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সুখ-টান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান।

গল্পে দর্শক দেখবেন ‘হাসানের প্রেস্টিজ জ্ঞান অত্যন্ত টনটনে। একদিন অফিস থেকে হেঁটে বাসায় ফিরছিল, পেছন থেকে একটি দামী প্রাইভেট কার এসে তার গা ঘেঁষে ব্রেক করল। গাড়ী থেকে মুখ বাড়িয়ে দিল তারেক। তারেক তাকে লিফট দেওয়ার জন্য অফার করলো। সঙ্গে সঙ্গে হাসানের মেজাজ উঠে গেছে সপ্ত আসমানে।


যেই তারেক কিনা পুরো স্কুল লাইফে তার পেছন পেছন ঘুরেছে, মেট্রিক পরীক্ষায় হাসানের খাতা না দেখলে যে অংকে গোল্লা পেত, সেই তারেক আজ তাকেই লিফট দিয়ে বুঝিয়ে দিতে এসেছে সে একটা গাড়ি কিনে ফেলেছে, যা হাসান পারেনি। হাসানের অফিনের পিয়ন মকবুল নাকি উত্তরায় একটি ফ্ল্যাট বুকিং দিয়েছে। মকবুল ১০টি ফ্ল্যাট কিনুক, ঢাকা শহরে তার অন্তত একটি ফ্ল্যাট প্রয়োজন ছিল। হাসান একটি ফ্ল্যাট আর একটি গাড়ির জন্য মরিয়া হয়ে উঠে।’

এনটিভিতে ২ এপ্রিল থেকে নাটকটি পুন:প্রচার শুরু হচ্ছে। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, সাজ্জাদ রেজা, তারিক স্বপন, সফিক খান দিলু, মুকুল সিরাজ, রোবেনা রেজা জুঁই, মিলন ভট্ট প্রমুখ।

আর/১২:১৫/০১ এপ্রিল

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে