Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৩-২৯-২০১৬

৩০ ইউপিতে আ’লীগের প্রার্থী নেই, তফসিল বাতিল

৩০ ইউপিতে আ’লীগের প্রার্থী নেই, তফসিল বাতিল

ঢাকা, ২৯ মার্চ- রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার যেসব ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগ এসেছে সেসব ইউপি’র তফসিল বাতিল করে ষষ্ঠধাপে স্থানান্তর করছে নির্বাচন কমিশন। রাঙ্গামাটি জেলার ৩০টি ইউপিতে আওয়ামী লীগ কোনো প্রার্থী দিতে পারেনি। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দিতায় পাস করত বিএনপি অথবা স্বতন্ত্র প্রার্থীরা।

গত রোববার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার ৪৮ ইউপির ভোট তৃতীয় ধাপে ২৩ এপ্রিল হওয়ার কথা রয়েছে। এ দিনে সব মিলিয়ে ৬৮৫ ইউপির ভোট রয়েছে। তবে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী বাধার সম্মুখীন হওয়ায় তারা মনোনয়ন পত্র জমাদিতে পারেননি। এরই প্রেক্ষিতে ইসি ঐসব এলাকার তফসিল বাতিল করল।

সোমবার এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “রাঙ্গামাটি জেলার অনেক ইউপিতে মনোনয়নপত্র জমা দিতে পারেনি প্রার্থীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট ইউপি’র ভোট ষষ্ঠধাপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সেক্ষেত্রে প্রার্থীরা নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাবে।”

সোমবার রাতেই এ সংক্রান্ত নির্দেশনা মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে বলে জানান তিনি। তৃতীয় ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২৯ মার্চ ও ৩০ মার্চ। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারি সচিব আশফাকুর রহমান জানান, মনোনয়নপত্র জমা দিতে বাধা ও ভয়ভীতির বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদন আমলে নিয়ে ইসি এসব উপজেলার সংশ্লিষ্ট ইউপির ভোটের তারিখ স্থানান্তরের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠালেও ক’টি ইউপিতে একক প্রার্থী রয়েছে এবং কোথায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে বাধার সম্মুখীন হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি জেলা প্রশাসক সামসুল আরেফিন। তিনি বলেন, “ইসির নির্দেশনা পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারবো”।

ইসি কর্মকর্তারা জানান, তৃতীয় ধাপে অন্তত ৪০টি ইউপিতে একক প্রার্থী রয়েছে। এরমধ্যে অন্তত ৩০টি ইউপিতে আওয়ামী লীগ কোনো প্রার্থী নেই চেয়ারম্যান পদে। এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, “রাঙ্গামাটির বাইরে যারা একক প্রার্থী রয়েছেন তারা আইনানুগভাবে বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। এদের সংখ্যা তেমন বেশি নয়।

রাঙামাটির ইউপিগুলো বাদ দিয়ে অন্তত ৫ জন ক্ষমতাসীন দলের একক প্রার্থী থাকতে পারে। তবে রাঙ্গামাটির ইউপিগুলো বিদ্যমান তফসিল থেকে বাদ দেওয়ার পর নতুন তফসিল হলে প্রার্থী হওয়ার সুযোগ পাবে সব প্রার্থীরা। তাদের আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই।

এফ/০৭:৩৫/২৯মার্চ

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে