কুয়ালালামপুর, ২৮ মার্চ- মালয়েশিয়ার বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার ২৬ মার্চ সকালে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই আয়োজন।এ সময় মালয়েশিয়া আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুতাবাসের কর্মকর্তাদের নিয়ে পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শহীদুল ইসলাম। বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মশাররাত জেবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ফয়সাল আহমেদ, রাজনৈতিক সচিব রইচ হাসান সরোয়ার, প্রথম সচিব এস কে শাহীন ও তাহমিনা সুলতানা। আরও উপস্থিত ছিলেন লেবার কনসুলার ছায়েদুল ইসলাম মুকুল , ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) শাহিদা সুলতানা প্রমুখ।
হাই কমিশনার শহীদুল ইসলামের বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।
আর/১০:৩৩/২৮ মার্চ