Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.4/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৩-২৬-২০১৬

এবার বাস চালককে পুলিশে দিলেন মেয়র

এবার বাস চালককে পুলিশে দিলেন মেয়র

চট্টগ্রাম, ২৬ মার্চ- সিএনজি অটোরিকশা চালকে ধাওয়া দিয়ে পুলিশে দেয়ার পর এবার বিনা লাইসেন্সে বাস চালানোর দায়ে কিশোর চালককে পুলিশে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

শনিবার বেলা ১২টার দিকে নগরীর ইস্পানিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিজের ফেসবুক পেজে জানিয়ে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন ছবিসহ লিখেছেন, ‘আজকে আগ্রাবাদে নিজের অফিসে যাবার সময় লাইসেন্সবিহীন বাস চালানোর দায়ে একজন চালককে পুলিশে দিয়েছেন মেয়র আ জ ম নাছির।’

জানা গেছে, চট্টমেট্টো-১১-১৫৩৩ নম্বরের বাসটির চালক জহির একজন কিশোর এবং বিনা লাইসেন্সে বাসটি করে সিটি করপোরেশনেরই স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবহন করছিলো। 

মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ বলেন, ‘মেয়র এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে আগ্রাবাদ যাচ্ছিলেন। এসময় টাইগারপাস ও ইস্পাহানি মোড়ের মাঝামাঝি স্থানে একটি বাস বেপরোয়াভাবে চলাচল করতে থাকে। এমনকি বাসটি মেয়রের গাড়িকেও ধাক্কা দিতে উদ্যত হয়। পরে প্রটোকল পুলিশ বাসটিকে থামিয়ে মেয়রের কাছে চালককে নিয়ে আসেন। এসময় মেয়র দেখতে পান চালক একজন কিশোর এবং তার লাইসেন্স নেই। পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে ওই চালকে তুলে দেয়া হয়।’

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) নগরীর কাজীর দেউড়ি এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে অপর একটি সিএনজি অটোরিকশা পালিয়ে যেতে উদ্যত হলে ওই সিএনজি চালককে ধাওয়া দিয়ে ধরেন মেয়র।

সোমবার (২৩ মার্চ) নগরীর গণিবেকারি মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশু ও তার মাকে নিজ প্রটোকলের গাড়িতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন মেয়র।

এস/১৯:১৫/২৬ মার্চ

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে