Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 4.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-২৪-২০১৬

আক্ষেপে পুড়ছে মাশরাফিরা

আক্ষেপে পুড়ছে মাশরাফিরা
আউট হওয়ার পর মুশফিক

নয়াদিল্লি, ২৪ মার্চ- স্বাগতিক ভারতের কাছে মাত্র এক রানে হেরে টি২০ বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এই হার তার দলের প্রতিটি সদস্যের জন্য গভীর হতাশার। বিশেষ করে ধোনির দলের কাছে ১ রানের হার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, তার মতো একই আক্ষেপে পুড়ছে পুরো দলও।

টি২০তে প্রথমবারের মতো ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার মনে হয় শুধু আমার না, ড্রেসিংরুমে যারা আছে তাদের সবার জন্যেই ম্যাচটি হতাশার। শেষ ৩ বলে আপনার লাগবে ২ রান। তখনও দুই সেট ব্যাটসম্যান ও একজন ব্যাটসম্যান লাইনআপে ছিল। ওই অবস্থায় ৩ উইকেট হারানো সবার জন্যেই খুব কঠিন।’

বুধবার বেঙ্গালুরুতে টি২০তে এটাই হত ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। অথচ সেই জয়ের এত কাছে এসেও এমন ট্র্যাজেডি মেনে নিতে পারছেন না মাশরাফি।

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা শুধু আমার না, আমরা যারা খেলোয়াড় আছি, সবার জন্যেই এটা শকিং। এ ধরনের ম্যাচ কেউ হারে না। অন্য দলের কেউই হারত না। তাই এখন দলের সদস্যদের বোঝানো খুব কঠিন। তবে এটা খুবই হতাশাজনক একটা ম্যাচ ছিল আমাদের কাছে।’

এফ/১০:১৩/২৪মার্চ

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে