Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-২৪-২০১৬

বিভিন্ন স্টাইলে পরুন স্নিকারস

বিভিন্ন স্টাইলে পরুন স্নিকারস

ফ্যাশনে ধীরে ধীরে যায়গা করে নিচ্ছে স্পোর্টি স্টাইল। এবং এর জোরালো প্রমাণ ফ্যাশন রানওয়েগুলো। আপনার পুরানো এবং বিশ্বস্ত বন্ধু স্নিকারস আবার চলে এসেছে ফ্যাশনে। কিন্তু এবার তা শুধু জিমের জন্য নয়, ফিটনেস বিভাগ থেকে বের হয়ে এখন তা লাইফস্টাইলে চলে এসেছে। স্নিকারসে আপনিও নিজেকে সাজিয়ে নিতে পারেন।

ড্রেস + স্নিকারস
স্নিকারস ট্রেন্ড নিয়ে একটি মজার ব্যাপার হল, প্রায়ই এটা এখন আর নতুন স্টাইল নয়। শহর ভিত্তিক এই ব্লগার স্মৃতি রাও বলেন, ‘ওগুলো পুরনো স্টাইল যা সঠিক মানুষদের দ্বারা পুনরূজ্জীবিত হয়েছে।’  তিনি আরও বলেন, ‘আমার গো-টু আউটফিট আইডিয়াটি ছিল পোশাকের সাথে পেন্সিল স্কার্ট পড়া। একইভাবে কুর্তার সাথে শর্টসের সাথে স্নিকারসের যুগলও আমার তালিকার প্রথম দিকে রয়েছে। ম্যাক্সি স্কার্ট এবং স্নিকারস অসাধারণ একটি স্টাইল বলে আমি মনে করি। এবং একবার পরার পর নিঃসন্দেহে এই ট্রেন্ড ছাড়তে আপনার হয়তো একটু কষ্ট হবে।’

প্রিন্টের শার্ট এবং ট্রাউজার + ব্লেজার + সাদা স্নিকারস
সন্দ্বীপ নন্দীর স্টাইল অনুযায়ী পুরুষদের পোশাকে সাদা স্নিকারস নতুন ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। তিনি বলেন, ‘এটা যে কোন কিছুর সাথে পড়া যায় – ডেনিম, জগারস, শর্টস কিংবা সেমি-ফর্মাল।’ ইন্ডিয়া ফ্যাশন উইকে শহর ভিত্তিক এই ব্লগার একটি প্রিন্টের শার্ট ও একটি প্রিন্টের ট্রাউজার পরেন এবং এই স্প্রিংয়ের জন্য একে তিনি বলেন এটি হতে যাচ্ছে ‘বিগেস্ট ক্রাশ’ ফর মেন।

বডিকন ড্রেস + ডেনিম শার্ট + হাই টপ স্নিকারস
‘এটি সব সময়ের ট্রেন্ড এবং কখনও এটি ফ্যাশন থেকে আলাদা হয়ে যাবে না’ – জানালেন গিয়া অব দাস অব ক্লাসিক। এই শহর ভিত্তিক ব্লগার আরও বলেন, ‘আপনার উচ্চতা যদি কম হয় এবং আপনি যদি বিকল্প স্টাইলিশ কিছু পরতে চান, তাহলে বেছে নিতে পারেন ওয়েজ স্নিকারস যা আপনাকে কিছু উচ্চতাও যোগ করবে।’ স্নিকারসের সাথে ডেনিম জিন্স, মধ্য দৈর্ঘ্য স্কার্ট কিংবা শর্টসও পড়া যেতে পারে। আনুষঙ্গিক হিসেবে ছোট ও চওড়া ইন্ডিয়ান জুয়েলারি যোগ করা যেতে পারে।

স্যুট + স্নিকারস
আমব্রিশ সোনারি যিনি অভিনব স্টাইলে স্যুটের সাথে পরেন স্নিকারস! তিনি বলেন, ‘ট্রেইনারের সাথে আপনার পছন্দের ন্যুনতম সাদৃশ্যতা বজায় রাখুন। এটা হয়তো সবসময় ভাল মানাবে না কিন্তু এতে আপনাকে সহজে একটি জাঁকজমক স্যুটেও ক্যাজুয়াল লাগবে।’ এই ডিজাইনার আরও বলেন, ‘এটা শুধুই স্টাইলিং হ্যাভিট পরিবর্তন হওয়া নিয়ে নয়। ট্রেইনাররাও তাদের গেম পরিবর্তন করে নিচ্ছেন হ্যান্ডিক্রাফটেড স্নিকারসের মাধ্যমে এবং এটাকে তারা একটি প্রিমিয়াম উপকরন হিসেবে ব্যবহার করছেন।’

আর/১২:৩৮/২৪ মার্চ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে