Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.2/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-২২-২০১৬

'ঈশ্বর প্রদত্ত মুস্তাফিজের এই ডেলিভারিগুলো'

'ঈশ্বর প্রদত্ত মুস্তাফিজের এই ডেলিভারিগুলো'

ঢাকা, ২২ মার্চ- ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের পর থেকেই বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই পেসার। দেশের জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগেও কাড়াকাড়ি শুরু হয় মুস্তাফিজকে নিয়ে।

পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পান এই ‘বিস্ময় বালক’। আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। এক কোটি ৪০ লাখ রূপিতে মুস্তাফিজকে নিজেদের দলে নিয়েছে হায়দ্রাবাদ। তার সাথে একই দলে খেলবেন ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরাও। মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ খুশি এই ভারতীয় পেসার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সেখানে মুস্তাফিজের প্রসঙ্গ আসতেই বাংলাদেশের তরুণ এই পেসারকে প্রশংসায় ভাসালেন তিনি। শুধু তাই নয়, তার বক্তব্যে উঠে এসেছে তাসকিনের কথাও।

বললেন, ‘আমি মনে করি, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ দারুণ বোলার। বিশেষ করে ওর দেওয়া স্লোয়ার ডেলিভারিগুলো ভয়ঙ্কর। ঈশ্বর প্রদত্ত তার এই ডেলিভারিগুলো। বোলিং অ্যাকশনও দারুণ। সে বেশ প্রতিভাবান ও সম্ভাবনাময় এক ক্রিকেটার, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটের জন্য।’

আইপিএলে মাঠে নেমে মুস্তাফিজের সহযোগীতাও প্রত্যাশা করেন ভারতের অভিজ্ঞ এই পেসার। তিনি বলেন, ‘সে আইপিএলে আমার দলে আছে। এটা আমাকে অনেক সাহায্য করবে। তার বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। সে ক্রিকেটের জন্যে বড় সম্পদ। সত্যি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজ দারুণ একজন বোলার।’

জানিয়ে রাখা ভালো, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মুস্তাফিজুর রহমানের। নিজের প্রথম সিরিজে মুস্তাফিজ বিস্ময় ছড়ান। ভারতের বিপক্ষে দুই ম্যাচে ১১ উইকেট সহ তিন ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন বিশ্ব ক্রিকেটে।

আর/১০:৪১/২২ মার্চ

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে