Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.9/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-২২-২০১৬

আপনাকে মশা বেশি কামড়ায়? জানেন সেটা কেন?

আপনাকে মশা বেশি কামড়ায়? জানেন সেটা কেন?

যশবন্ত ছবিতে নানা পাটেকরের সেই জনপ্রিয় ডায়লগটি মনে আছে? 'এক মচ্ছর, এক মচ্ছর, আদমি কো হিজরা বনা দেতা হ্যায়!' হিজরে কতটা বানাল বা না বানালো, সে চুলোয় যাক! কিন্তু মশা কামড়ালে বড্ড বিরক্ত লাগে। তাও যদি আপনি ঘুমিয়ে টুমিয়ে থাকেন, সেই সময় এসে কানের কাছে ভনভন করে। আর তারপর সর্বশক্তি দিয়ে হুল বসিয়ে দেয়।

এবার প্রশ্ন হল, আপনাকে খুব বেশি মশা কামড়ায়? এমনকি কখনও আপনার সঙ্গে হয়েছে যে, অথবা দুজন বসে আছেন। কিন্তু আপনার পাশের লোককেই বেশি মশা কামড়াচ্ছে! দুজনই ব্যাপারটা খেয়াল করছেন। কিন্তু এর কারণ, বুঝতে পারেন না? তাহলে জেনে রাখুন, মশারা কিন্তু ‘o’ পজিটিভ গ্রুপের রক্ত খেতে বেশি পছন্দ করে! তাই যদি আপনার 0 পজিটিভ গ্রুপের রক্ত হয়, মশা তো আপনাকে কিছুতেই ছাড়বে না। আপনি তো মশার কাছে প্রায় অমৃত সমান।

এফ/১৬:৫৫/২২মার্চ

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে