Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-২২-২০১৬

শ্যানন বেনসন নন, শ্যানন ওয়াইল্ড!

শ্যানন বেনসন নন, শ্যানন ওয়াইল্ড!

শ্যানন বেনসন। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার শ্যানন নিজেকে পরিচয় দেন শ্যানন ওয়াইল্ড বলে। বন্যপ্রাণিদের নিজের বন্ধু মনে করেন সাহসী এ তরুণী। সবসময়ই বন্যপ্রাণিদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয় তার। 


এতো কাছ থেকে ছবি তুলতে গিয়ে এসব প্রাণীদের কম কামড়-আঁচড় খাননি তিনি। তার শরীরে রয়েছে প্রাণীদের দেওয়া প্রচুর ক্ষত। 


তবে এসব ঘটনা প্রাণীদের প্রতি শ্যাননের ভালোবাসা ও ফটোগ্রাফিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। তার উক্তি, অ‍ামি প্রাণীদের ব্যাপারে দারুণ উৎসাহী। তাদের যত বেশি ছবি তোলা যায় ততটাই তুলি আমি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

এফ/০৯:৪৬/২২মার্চ

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে