ভ্যালেন্সিয়া, ২০ মার্চ- স্পেনের ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনার মধ্যবর্তী সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।
স্থানীয় সরকারের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। বাসের ৫৭ জন যাত্রীর বেশির ভাগই ছিল বিদেশি শিক্ষার্থী।
তারা ইউরোপীয় ইউনিয়নের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার এরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিল। সেখানে আতশবাজির একটি অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বার্সেলোনা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
বার্সেলোনার ১৫০ কিলোমিটার দক্ষিণে ফ্রেগিনালস এর কাছে উল্টে যায় বাস। ছবিতে সাদা ছাদওয়ালা একটি কোচ কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
জরুরি সেবাদানকারী গাড়িগুলোকে ওই বাসটি ঘিরে থাকতে দেখা যায়। তবে নিহত ১৩ জনসহ আহত ৪৩ আরও জন কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণও স্পষ্ট জানা যায়নি।
তবে কাতালোনিয়ার আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত গতির বাসটি রাস্তার ডানপাশের রেলিংয়ে ঘষা লেগে উল্টে যায়। এসময় সামনে থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই জন আহত হয় বলে জানিয়েছে বিবিসি।
আর/১১:৪৯/২০ মার্চ