Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ , ৭ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (26 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৩-২০১২

সংসদ সদস্য লেখা স্টিকার নিষিদ্ধ

সংসদ সদস্য লেখা স্টিকার নিষিদ্ধ
গাড়িতে ব্যবহারের জন্য 'সংসদ সদস্য' ও 'সংসদ সচিবালয়' লেখা কাগুজে স্টিকার নিষিদ্ধ করেছে সংসদ সচিবালয়। তবে এমপিদের গাড়িতে ব্যবহারের জন্য 'সংসদ সদস্য' লেখা 'মেটাল ডিস্ক' ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। সংসদ ভবন এলকার নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস ক্যাপ্টেন একেএম ফারুক হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। ফারুক হাসান জানান, 'সংসদ সচিবালয়' ও 'সংসদ সদস্য' লেখা কাগুজে স্টিকার লাগানো অনেক গাড়িই বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্টিকার লাগানো অনেক গাড়িই আসলে সংসদ সদস্যরা ব্যবহার করেন না। এসব কারণে স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, সম্প্রতি সংসদ ভবন এলাকার নিরাপত্তা জোরদার করতে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। ওই বৈঠকগুলোতে স্টিকার প্রসঙ্গ উঠে আসে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেন স্পিকার। জানা গেছে, এরই মধ্যে সংসদ এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। 'সংসদ সদস্য' লেখা 'মেটাল ডিস্ক' ছাড়া অন্য যেকোনো স্টিকার লাগানো গাড়ি সংসদ ভবনের প্রবেশ পথে ঢোকার সময় চালকের পরিচয়পত্র দেখিয়ে ঢোকার নির্দেশনাও দেয়া হয়েছে। জানা গেছে, মহাখালী ও বনানীর কয়েকটি স্টিকার ও মেটাল ডিস্ক তৈরির দোকানে সংসদ-সংশ্লিষ্ট স্টিকার তৈরির খবর পেয়ে অভিযানও চালানো হয়েছে। ওইসব দোকান থেকে বলা হয়েছে, বিভিন্ন সময় সংসদ সদস্যরাই এসব স্টিকার তৈরি করার অর্ডার দেন। বিষয়টি সার্জেন্ট আর্মস ক্যাপ্টেন ফারুক হাসানও স্বীকার করেন। তিনি বলেন, আমরাই অভিযান চালিয়েছিলাম। ওই দোকানগুলোকে সতর্ক করা হয়েছে। এদিকে সংসদ সচিবালয়ের অপর এক সূত্র জানায়, নতুন ধরনের স্টিকার চালু করার জন্য এরই মধ্যে স্পিকারের সঙ্গে আলোচনা করেছেন কর্মকর্তারা। সংসদের নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দিষ্ট একটি স্টিকার ব্যবহার না করে প্রতীকসম্বলিত স্টিকার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। স্টিকারগুলো যাতে সময় সময় পরিবর্তন করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা রাখার বিষয়েও পরামর্শ দিয়েছেন তারা। স্টিকার নিষিদ্ধ করার বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়ার বিষয়ে সংসদ সচিবালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ বলেন, পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ সংক্রান্ত বাজেট বরাদ্দ হলেই বিজ্ঞপ্তি দেয়া হবে। এদিকে সংসদ সচিবালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, কাগুজে স্টিকারগুলোর অপব্যবহার হয়। এমপিদের পিএ, আত্মীয়, তারাই এই স্টিকার ব্যবহার করেন। এসব স্টিকার ব্যবহার করে অনেক ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে। তবে কাগুজে স্টিকার ব্যবহার বন্ধের কোনো নির্দেশনা-সম্বলিত চিঠি এখনো তিনি পাননি বলে জানান। উল্লেখ্য, শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় সংসদ সদস্যের ভুয়া স্টিকার লাগানো গাড়ি থেকে তিনজনকে আটক করে পুলিশ। এদিকে সরকার দলীয় সংসদ সদস্য অপু উকিল গত মঙ্গলবার সংসদ অধিবেশনে একটি গাড়ির স্টিকার প্রসঙ্গে নোটিশ দেন। এতে বলা হয়, সরকারি গোয়েন্দা তথ্যমতে মাদকের ১০টি চালানের মধ্যে ৩টির ক্ষেত্রেই গাড়ির স্টিকার লাগানো থাকে। রাজধানীর শীর্ষ মাদকব্যবসায়ীর নেতৃত্বাধীন অন্তত ৩০টি চক্র রয়েছে- যারা সর্বদাই স্টিকারযুক্ত গাড়িতে মাদক বহন করছে। নোটিশে তিনি ডিজিটাল স্টিকার ব্যবহারের পরামর্শ দেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে