Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৩-১৪-২০১৬

জাসদের ভাঙ্গন ঠেকাতে লুৎফা তাহেরের উদ্যোগ

জাসদের ভাঙ্গন ঠেকাতে লুৎফা তাহেরের উদ্যোগ

ঢাকা, ১৪ মার্চ- জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ এখন ভাঙ্গনের মুখে। এর পক্ষে-বিপক্ষে যুক্তি দেখাচ্ছেন অনেকে। এই ভাঙ্গন ঠেকাতে নিজ থেকেই বিশেষ উদ্যোগ নিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অব:) আবু তাহেরের (বীর উত্তম) স্ত্রী লুৎফা তাহের।

যেসব সমস্যার কারণে এতোদিনের পুরোনো দলটিতে ভাঙ্গন দেখা দিচ্ছে সেসব নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে লুৎফা তাহের জাসদের সব নেতৃবৃন্দকে তার নিজের বাসায় বৈঠকে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন। কর্নেল তাহের সংসদ নামের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ কথা বলেন।

‘আ কল ফর ইউনিটি’ শীর্ষক ওই পোস্টে লুৎফা বলেন, ‘কর্নেল তাহের তার জীবদ্দশায় যে সংকল্প নিয়ে রাজনীতি করেছেন সেটা হল ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর সামগ্রিক জনস্বার্থে জীবন উৎসর্গ করা, সেটিই তিনি তার জীবনে উদাহরণ স্বরূপ আমাদের সামনে প্রতীয়মান করেছেন এবং ফাঁসির মঞ্চে গেয়ে গেছেন সাম্যের গান...।’

তিনি বলেন, জাসদ সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে, কলুষতা ও সকল নোংরামির বিরুদ্ধে এবং মানুষের কল্যাণ ও জাতীয় ঐক্যের পক্ষে কাজ করেছে। জাসদের অগণিত নেতাকর্মী এজন্য নিঃশর্ত ত্যাগ ও জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের উদ্দেশ্যকে সফল করে যথাযথ সম্মান না দিলে তা দলের সবার জন্যই লজ্জা ও অসম্মানের হবে বলে মনে করেন লুৎফা।

একারণেই লুৎফা তাহের বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন দলের সবাইকে। তিনি বলেন, ‘আমরা নিশ্চয়ই প্রগতির পথে এগুতে চাই, তার জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত শক্তি – বিভক্ত দুর্বলতা নয়।’ লুৎফা পোস্টে জানান, এ বৈঠকে আলোচনার মাধ্যমে বিভেদ ঘোচানো এবং সংঘবদ্ধ জাসদ গড়ার চেষ্টা হবে। ‘কারণ, আমার দৃঢ় বিশ্বাস, আমরা সকলেই ঐক্যের পক্ষে, সম্মিলিত শক্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে।’

এফ/২২:৪৫/১৪মার্চ

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে