বাশাম, ১৩ মার্চ- পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের উপকূলীয় শহর গ্র্যান্ড বাশামের সাগরপাড়ে অবস্থিত একটি রিসোর্টে দুইজন বন্দুকধারী হামলা করলে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
যুক্তরাজ্যের বার্তা সংস্থা ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গোলাগুলি শুরু হয় হোটেল কোরাল বিচে। এরপর আশেপাশের আরও কয়েকটি রিসোর্টে ছড়িয়ে পড়ে। ঐ রিসোর্টটি পশ্চিমা পর্যটকদের মধ্যে অনেক জনপ্রিয় ছিল।
গ্র্যান্ড বাশাম শহরটি আইভরি কষ্টের রাজধানী আবিদজান থেকে ৪০ কিমি পূর্বে অবস্থিত। গোলাগুলি শুরু হওয়ায় অত্র অঞ্চলের পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।
আর/১০:৩৬/১৩ মার্চ