Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-১৩-২০১৬

সৌরবিদ্যুতে চলবে সাইকেল [ভিডিও সংযুক্ত]

সৌরবিদ্যুতে চলবে সাইকেল [ভিডিও সংযুক্ত]

সোলার প্যানেল বা সৌরবিদ্যুতে চলবে এমন একটি ইলেকট্রিক বাইক উদ্ভাবন করেছে ইতালির লিআওস নামের একটি প্রতিষ্ঠান। এই বাইকটিতে সোলার প্যানেল দৃশ্যমান নয়। অথাৎ বাইকটির কাঠামোতেই প্যানেল সংযুক্ত রয়েছে। সাইকেলের বডিতে সূর্যের আলো পড়লেই তা স্বয়ংক্রিয়ভাবে শক্তি উৎপাদন করে ব্যাটারিতে চার্জ জোগাবে। 


এই বাইকটির বডির উভয় পাশেই সোলার প্যানেল রয়েছে। ফলে এটি চলমান অবস্থায়ও শক্তি উৎপাদন করতে পারবে। তবে সবচে বেশি চার্জ পেতে হলে এটি সূর্যের দিকে ৯০ ডিগ্রিতে রাখতে হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরমিন ওবারহোলেঞ্জার টেক ইনসাইডারকে বলেন, এই ই-বাইকটির তৈরির লক্ষ্য পুরোপুরি সৌরবিদ্যুতে চালানো নয়। বরং এটির ব্যাটারি যেনো কখনো খালি নয় হয় সেজন্য এতে সোলার প্যানেল বসানো হয়েছে। 


এই বাইকটি বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। সম্পূর্ণ চার্জ হলে প্যাডেল অ্যাসিস্ট মোডে ৬২ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেয়া যায়। অন্যদিকে যখন সোলার পাওয়ার মোড চালু করা হয় তখন এটি ৯ কিলোমিটার পথ চলতে পারে। 


বাইকটিতে তৈরির জন্য এতে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে। এতে ডিজিটাল মিটার। এই মিটার মাইলেজ, মোটর অপারেশন এবং রেঞ্জ প্রদর্শন করবে। এত সব সুবিধা সম্বলিত বাইকটির দাম কিন্তু কম নয়। এটির মূল্য ধরা হয়েছে ৮ হাজার ৭০০ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় ই-বাইকটির মূল্য দাঁড়ায় ৬ লাখ, ৭৯ হাজার ৯৯১ টাকা।

দেখুন ভিডিওতে: 

এফ/১৬:১৬/১৩মার্চ

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে