Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-১২-২০১৬

গায়ের রং নিয়ে বিড়ম্বনার প্রতিবাদে ‘আনফেয়ার এন্ড লাভলি’ প্রচারণা

গায়ের রং নিয়ে বিড়ম্বনার প্রতিবাদে ‘আনফেয়ার এন্ড লাভলি’ প্রচারণা
‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ প্রচারণায় শামিল হয়েছেন ভারতের তামিলনাড়ুর দুই বোন মিরুশা ও ইয়ানুশা।

দক্ষিণ এশিয়ায় মেয়েদের বিজ্ঞাপণ বা তুলনার অন্যতম পূর্বশর্ত হচ্ছে তাকে অবশ্যই ফর্সা হতে হবে। তাই এ অঞ্চলে মেয়েদের ত্বক ফর্সা করার ক্রীমের কদর বহুদিনের।

তবে এবার রণে ভঙ্গ দিতে এসেছে নতুন প্রচারণা। ফর্সা ত্বক সবচেয়ে আকর্ষণীয়, এমন মিথ ভেঙে দিতে নতুন ধরণের এক প্রচারণা চলছে। প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘আনফেয়ার এন্ড লাভলি’। ফরসা নয়, বরং গায়ের কালো রংকে উদযাপন করতেই নতুন এ সামাজিক প্রচারণা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস ও অস্টিনের তিন শিক্ষার্থী এই প্রচারণা শুরু করেছেন। এই মুহূর্তে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম আলোচিত বিষয়। গত ডিসেম্বরে এই বিশ্ববিদ্যালয়ের প্যাক্স জোনস (২১) নামের এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর উদ্যোগে এর যাত্রা শুরু। প্যাক্স নিজের, তাঁর দক্ষিণ এশিয়ান সহপাঠীদের এবং দুই বোন মিরুশা ও ইয়ানুশার ছবি সিরিজ আকারে প্রকাশ করেন। মিরুশা ও ইয়ানুশা ভারতের তামিল বংশোদ্ভূত, শ্যামলা বরণ গায়ের রং। তাঁরাও এই উদ্যোগে শামিল হন।

বিবিসিকে প্যাক্স বলেন, ‘শুধু দেহের রঙের কারণে আমাদের জীবনধারা কতটা ভিন্ন হয়ে যায়—সেই বিষয়টির প্রতিই আমরা মানুষের মনোযোগ আকর্ষণ করছি।’

ইতিমধ্যে এই প্রচারণা বেশ সাড়া ফেলেছে। মানুষ টুইটার ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ লিখে এই প্রচারণার প্রতি সমর্থন জানাচ্ছেন। ইতিমধ্যে হাজার খানেক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে।

দুই বোনের একজন মিরুশা বলেন, তিনি দক্ষিণ এশিয়ার মেয়েদের সঙ্গে একাত্ম হয়ে গায়ের রং জনিত বৈষম্যের বিরুদ্ধে প্রচারণায় শামিল হয়েছেন। তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ আমাকে রোদে বের হতে বারণ করেন। তাতে নাকি গায়ের রং আরও কালো হয়ে যাবে। কালো রং যেন অনাকাঙ্ক্ষিত।’

নানাজনের নানা কটু কথা আর বাজে আচরণের উল্লেখ করে তিনি বলেন, ‘এমন যখন ঘটতে থাকে, তখন আমি যে মূল্যবান সেটা বিশ্বাস করা নিজের কাছেই কঠিন হয়ে যায়। নিজেকে খুব অসহায় লাগে।’

আর/১১:৫৯/১২ মার্চ

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে