Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.1/5 (11 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-১২-২০১৬

মহিলাদের সম্পর্কে ১৬টি তথ্য যা জেনে রাখা উচিত

মহিলাদের সম্পর্কে ১৬টি তথ্য যা জেনে রাখা উচিত

কথায় বলে, মেয়েদের মন নাকি বোঝা স্বয়ং ঈশ্বরেরও দুঃসাধ্য। সে চেষ্টা করে এসেছেন কবি থেকে শুরু করে গ্ল্যাডিয়েটর- সকলেই। কেউ কি জোরগলায় বলতে পারবেন, তিনি সফল? মহিলাদের সম্পর্কে দেওয়া রইল ১৬টি তথ্য। তার কিছু মজার, কিছু যন্ত্রণার।

১. প্রতি ৯০ সেকেন্ডে একজন করে মহিলা অন্তঃসত্ত্বা থাকাকালীন বা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।

২. দিনে গড়ে ২০,০০০টি শব্দ উচ্চারণ করেন একজন মহিলা। পুরুষরা সেখানে ৭,০০০ শব্দ উচ্চারণ করেন।

৩. পৃথিবীর সবথেকে ধনী মহিলাদের বেশিরভাগই তাঁদের বাবা বা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারিণী। সেই সম্পত্তি অবশ্য পরে তাঁরা আরও বাড়িয়েছেন নিজগুণে।

৪. প্রাচীন রোমে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে গ্ল্যাডিয়েটরদের ঘাম মাখতেন মহিলারা।

৫. রাশিয়ায় পুরুষদের থেকে মহিলার সংখ্যা ৯০ লক্ষ বেশি।

৬. গড়ে জীবনের ১টি বছর মহিলারা কাটিয়ে দেন কী পোশাক পরবেন, তা ঠিক করতে।

৭. বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন একজন মহিলা। একজন পুরুষ? ৬-১৭ বার।

৮. দিনে গড়ে ৬টি করে মিথ্যা কথা বলেন পুরুষরা। মহিলারা? তার অর্ধেকেরও কম।

৯. বমি ভাব, কাঁধে ব্যথা বা বদহজম হল মহিলাদের প্রধান ব্যামো।

১০. মহিলাদের হৃদযন্ত্রের গতি পুরুষদের থেকে বেশি।

১১. পুরুষদের তুলনায় মহিলাদের জিভে টেস্ট বাড-এর সংখ্যা বেশি।

১২. একটি সমীক্ষা বলছে, লম্বা মেয়েদের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

১৩. হৃদরোগে মারা যান পৃথিবীর বেশিরভাগ মহিলা।

১৪. মাত্র ২ শতাংশ মহিলা নিজেদের ‘‘সুন্দরী’’ বলে দাবি করেন।

১৫. গড়ে মিনিটে ১৯বার পলক পড়ে মহিলাদের। পুরুষদের? ১১ বার।

১৬. প্রায় ৮০ শতাংশ মহিলা অন্তর্বাস পরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল করেন।

আর/১৭:২৭/১২ মার্চ

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে