ওয়াশিংটন, ১১ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ এবং মার্কো রুবিও থেকেও তার ভোট অনেক বেশি। কয়েকদিন আগে পর্যন্তও বেন কার্সন রিপাবলিকান দলের হয়ে লড়েছেন প্রেসিডেন্ট পদের জন্য। অতি সম্প্রতি তিনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার ট্রাম্পের সাথে যোগ দিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার সিএনএন আয়োজিত জিওপি (গ্র্যান্ড ওল্ড পার্টি) বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো সাবেক প্রার্থী বেন কার্সন যোগ দিচ্ছেন তার সাথে। এতে করে আগামি সপ্তাহের সুপার টুয়েসডে ৩ নির্বাচনে ট্রাম্পের পাল্লা আরও ভারি হবে।
বেন কার্সন পেশায় নিউরো সার্জন। তিনি গত সপ্তাহের প্রাথমিক নির্বাচনে একটি অঙ্গরাজ্যেও জয় না পাওয়ার পর প্রেসিডেন্ট হওয়ার আশা ছেড়ে দিয়ে সরে দাঁড়ান। কিন্তু ট্রাম্প যেহেতু জিতছে সেহেতু তিনি এখন যোগ দেবেন তার সাথে।
এ ধরনের কাজ রাজনীতিকরা করেন মুলত ক্ষমতায় যাওয়ার জন্য। কারণ ট্রাম্প যদি শেষ পর্যন্ত জয় লাভ করে, তাহলে ট্রাম্প প্রশাসনে একটা জায়গা পাবেন কার্সন। ট্রাম্পের সাথে তার যোগ দেয়ার খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।
এফ/১৬:৪৬/১১মার্চ