Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-১০-২০১৬

মৃত্যুর আগে যেন হাসিনার বিচার দেখে যেতে পারি

মৃত্যুর আগে যেন হাসিনার বিচার দেখে যেতে পারি

ঢাকা, ১০ মার্চ- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘এ দেশে ওয়াজ-মাহফিল করতে পুলিশের অনুমতি নিতে হয়। সম্প্রতি সিলেটেও ওয়াজ-মাহফিল করতে দেয়া হয়নি। আমরা আর কত সহ্য করতে পারি।’ এ সময় তিনি আল্লাহর কাছে শেষ ফরিয়াদ হিসেবে বলেন, ‘আমার মৃত্যুর আগে যেন হাসিনার বিচার দেখে যেতে পারি।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন ও আদালতের দেয়া ফাঁসির রায় প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘কেমন এক দেশে বসবাস করছি, যেখানে আওলাদে আবু জেহেলদের কথায় মামলার রায় পর্যন্ত পাল্টে যায়।‌’

শাহ্ মোয়াজ্জেম বলেন, ‘দেশের করুণ অবস্থা দেখে দুঃখ হয়, যে দেশকে এতো কষ্ট করে স্বাধীন করলাম, সেই দেশে ইসলাম তো দূরের কথা, চলছে ধর্ষণ আর ধর্ষণ। কেউই নিরাপদ নয়। এ সরকারের শাসন আমল আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। শাহবাগিদের কথায় আদালতের রায়ও পাল্টে যায়।’

‘দুই আসামিকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা বাননো হয়ছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তুমিই (শেখ হাসিনা) তো তাদের আসামি বানিয়েছ। তুমি জবরদখলকারী। তোমার বিরুদ্ধে তো অনেকগুলো মামলা আছে, সেগুলোর কী হল? ইসলাম ও গণতন্ত্রকে নসাৎ করে তোমাকে কে ক্ষমতায় বসিয়েছে সবই আমরা জানি! কিন্তু এখন তা বলব না।’

আয়োজক সংগঠনের সভাপিত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে প্রতিবাদ সভায়  আরো বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা শাহ্ মো. নেছারুল ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এন/২০:০৫/১০ মার্চ

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে