Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-১০-২০১৬

সোহমের সঙ্গে জুটিবদ্ধ হলেন তিশা

সোহমের সঙ্গে জুটিবদ্ধ হলেন তিশা

কলকাতা, ১০ মার্চ- ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে এ বার অভিনয় করবেন সোহম এবং তিশা। ‘তোর নামে লিখেছি হৃদয়’ নামে একটি গল্প লিখেছিলেন তিশা। সেই গল্পের ভিত্তিতেই চলচ্চিত্রটি নির্মিত হবে।

যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে এসএস মাল্টিমিডিয়া হাউস ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট।

আগামী ২ জুন থেকে ঢাকায় এর সুটিং শুরু হবে। এতে সোহম এবং তিশা ছাড়াও থাকবেন মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং কলকাতার খরাজ মুখোপাধ্যায় ও সুপ্রিয়।

যৌথ প্রযোজনার নতুন এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চট্টোপাধ্যায়। নতুন এই জুটি নিয়ে আশাবাদী দুদেশের দর্শক।

আর/১৮:০৩/১০ মার্চ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে