Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 4.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৩-১০-২০১৬

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে লংমার্চ শুরু

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে লংমার্চ শুরু

ঢাকা, ১০ মার্চ- সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে চার দিনের লংমার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এর আগে ২০১৩ সালেও একবার একই দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ করছে এই কমিটি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চটি শুরু হয়েছে, যা রবিবার বাগেরহাটের কাটাখালিতে গিয়ে শেষ হবে।

জাতীয় কমিটির আহ্বায়ক আনু মুহাম্মদ বিবিসিকে জানান, পুরো লংমার্চ জুড়ে বিভিন্ন জেলায় সমাবেশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় হবে। ভারতের সঙ্গে যৌথভাবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১১ সালে সমঝোতা করে বাংলাদেশ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড নামে এই কয়লাভিত্তিক কেন্দ্রটির অংশীদার থাকছে দুই দেশ। কিন্তু পরিবেশবিদদের অভিযোগ, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হলে সুন্দরবনের পরিবেশ বিপন্ন হবে। তাই প্রকল্পটি বাতিলের দাবি জানাচ্ছেন তারা। যদিও বাংলাদেশের সরকার বলছে, পরিবেশ দূষণ যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক থেকেই এটি নির্মাণ করা হচ্ছে।

এস/০৪:৩৫/১০ মার্চ

ঢাকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে