Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৩-০৯-২০১৬

নাইজেরিয়ায় ভবনধসে নিহত ৬ জন

নাইজেরিয়ায় ভবনধসে নিহত ৬ জন

আবুজা, ০৯ মার্চ- নাইজেরিয়ায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনধসের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার দেশটির বৃহত্তর শহর লাগোসে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

দেশটির ন্যশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) একজন কর্মকর্তা ইব্রাহিম ফারিনলোয়ি বলেছেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া আরো ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে’। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফারিনলোয়ি আরো বলেন, ‘ধ্বংসস্তূপের নীচ যারা আটকা পড়ে আছেন তাদের কান্না এবং চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে’। তবে কি কারনে ভবনটি ধসে পড়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, মৌসুমের প্রথম বৃষ্টিপাতের কারণেই দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও  দুর্বল গঠনপ্রণালীর কারণে জনাকীর্ণ লাগোস শহরে প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে থাকে।

এফ/১৫:১৪/০৯ মার্চ

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে