লস অ্যাঞ্জেলস, ০৭ মার্চ- মার্কিন অভিনেত্রী এবং জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ একজন অন্যতম সফল তারকা। অথচ স্পেনের নাগরিক লোপেজ নাকি কখনও আশা করেন নি যে তিনি এতটা সাফল্য পাবেন এই ইন্ডাস্ট্রিতে। গত শুক্রবার এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন ৪৬ বছর বয়সী এই তারকা।
লোপেজের ভাষায়, ‘যখন আপনি কোন কাজ শুরু করবেন, হয়তো সফল হবে, আবার হয়তো নিঃশেষ হয়ে যাবেন, কিংবা একটি নির্দিষ্ট সময় পর এই কাজে উৎসাহ হারাবেন।’
গায়িকা অভিনেত্রী আরও বলেন, ‘আমি যে কাজ করি সেখানে আমাকে আরও নিজেকে নিবেদন করতে হবে। আর এভাবেই আমি আমার লক্ষ্যে পৌঁছুতে পারবো।’