Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২১ জুলাই, ২০১৯ , ৬ শ্রাবণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-০২-২০১৬

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ

বার্তা আদান প্রদান সহ ভিডিও কল সুবিধা সমৃদ্ধ অ্যাপস হোয়াটস অ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে ২০১৬ সালের মধ্যে ব্ল্যাকবেরি, উইন্ডোজ ও সিমবিয়ান অপারেটিং সিস্টেমে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেবে। হোয়াটস অ্যাপ ম্যাসেঞ্জারের সুবিধা বন্ধ হবে নকিয়া এস৪০, নকিয়া সিমবিয়ান এস৬০ সহ অ্যানড্রয়েডের ২.১ এবং ২.২ সহ উইন্ডোজ ৭.১ ফোনে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে হোয়াটস অ্যাপ জানিয়েছে, এই ঘোষণা হোয়াট’স অ্যাপের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরে আসবে। বর্তমানে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন।

ব্লগে আরও বলা হয়েছে, ‘আমরা যদি আমাদের পরবর্তী ৭ বছরের দিকে তাকাই, আমরা আমাদের কার্যাবলী মোবাইলের ক্ষেত্রে প্রদর্শন করতে চাই। সবচে বেশি মানুষ এখন মোবাইলে হোয়াটস অ্যাপ ব্যবহার করে। আমরা আমাদের অ্যাপসকে আরও উন্নত ডিভাইসের জন্য কার্যকর করতে চাই।’

২০০৯ সাল পর্যন্ত ৭০ শতাংশ মোবাইল ব্যবহারকারীরা নকিয়া অথবা ব্ল্যাকবেরি ব্যবহার করত। সে বছর হোয়াটস অ্যাপ নিজেদের কার্যক্রম শুরু করে।

হোয়াটস অ্যাপ নতুন একটি আপডেট উম্মুক্ত করেছে যেখানে পাঁচ ট্যাবের ইমোজির বদলে আটটি ট্যাবের ইমোজি ব্যবহার করার সুযোগ রয়েছে। নতুন তিনটি ট্যাব হলো খেলাধুলা, দেশের পতাকা এবং বাল্ব ও পানীয় সমৃদ্ধ।
অ্যানড্রয়েড আপডেটে ভারতে ব্যবহৃত হোয়াটস অ্যাপে আসছে আপসাইড ডাউন ফেস, পপকর্ণ বক্স, রোবট মুখ, নার্ড ফেস ও একটি মধ্য আঙুলের ইমোজি।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে