Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৯-২০১৬

২০ রাষ্ট্র নিয়ে সৌদি আরবের ‘উত্তরের বজ্র’ মহড়া

২০ রাষ্ট্র নিয়ে সৌদি আরবের ‘উত্তরের বজ্র’ মহড়া

রিয়াদ, ২৯ ফেব্রুয়ারী- বিশ্বের ২০টি দেশের সামরিক বাহিনীর সাথে যৌথভাবে সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরবের সেনাবাহিনী। এটা বিশ্বের সবচেয়ে বড় সামরিক মহড়াগুলোর একটি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ সম্প্রতি এ সংবাদ জানিয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, মিশর, মরক্কো, জর্ডান এবং সুদানের সেনাবাহিনী এই রণকৌশল চর্চায় যোগ দিয়েছে।

এই যৌথ মহড়ার নামকরণ করা হয়েছে ‘থাণ্ডার অব নর্থ’ বা ‘উত্তরের বজ্র’। জল, স্থল এবং বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত এই প্রশিক্ষণ গত শনিবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে এসপিএ। তাছাড়া অন্য ৫টি উপসাগরীয় আরব দেশও অংশ নিচ্ছে এই বৃহৎ সামরিক প্রশিক্ষণে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যাতে সেনা সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই কারণেই মূলত এই মহড়ার আয়োজন।  

উল্লেখ্য, সিরিয়া ও ইরাকে অবস্থিত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনীর অংশ বোমা হামলা করে আসছে সৌদি আরব। গত ডিসেম্বর মাসে মুসলিম বিশ্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩৫টি দেশের সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠন করে সৌদি আরব। সেই বাহিনীতে বাংলাদেশও অন্তর্ভুক্ত হয়েছিল।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে