Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ , ৭ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (36 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-২৯-২০১৬

‘সেক্সিয়েস্ট জব’-এ বেতন কত?

রিয়াদ মোর্শেদ


‘সেক্সিয়েস্ট জব’-এ বেতন কত?

'ডেটা সাইনটিস্ট'দের কাজকে ২০১২ সালে ‘সেক্সিয়েস্ট জব অফ টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ নাম দেয় হারভার্ড বিজনেস রিভিউ। সম্প্রতি একে ২০১৬ সালের ‘বেস্ট জব অফ দ্য ইয়ার’ হিসেবে এর নাম দেয় চাকরীবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লাসডোর।

তবে ‘সেক্সিয়েস্ট’ বলা হলেও শব্দটি যৌনতা অর্থে নয়, বরং আকর্ষণীয় অর্থেই বলা হয়েছে।

"এটা কোনো অবাক করা কিছু নয়, এটা বর্তমানে আমাদের দেখা সবচেয়ে দ্রুত পরিসরে বাড়তে থাকা একটি চাকরী", ব্যবসা-বাণিজ্যবিষয়ক বিজনেস ইনসাইডার-কে এমনটাই জানিয়েছেন গ্লাসডোর এর প্রধান অর্থনীতিবিদ অ্যান্ড্রু চেম্বারলিন।

গ্লাসডোরের ভাষ্যমতে, ডেটা সাইনটিস্টদের গড়ে বাৎসরিক বেতন প্রায় ১১৬,৮৪০ ডলার বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

গ্লাসডোর-এর করা কর্মীদের ভেতন নিয়ে করা রিভিউতে প্রকাশ করা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা সাইন্টিস্টদের বেতনের অংক-

  • ফেইসবুক: ১৩৩,৮৪১ ডলার
  • অ্যাপল: ১৪৯,৯৬৩ ডলার
  • এয়ারবিএনবি: ১১৭,২২৯ ডলার
  • টুইটার:  ১৩৪,৮৬১ ডলার
  • মাইক্রোসফট: ১১৯,১২৯ ডলার
  • লিঙ্কডইন: ১৩৮,৭৯৮ ডলার
  • আইবিএম: ১১০,৮২৩ ডলার

আইবিএম ওয়েবসাইটের ভাষ্যমতে, একজন ডেটা সাইন্টিস্ট ব্যবসায় আমূল পরিবর্তন আনেন। সাধারন ট্রেইনিং এর সঙ্গে তাদের কম্পিউটারে অ্যাপ্লিকেশন, মডেলিং, পরিসংখ্যান, গণিতে অনেক দক্ষতা থাকে। একজন ভাল ডেটা সাইন্টিস্ট শুধু ব্যবসার সমস্যা বের করেননা বরং তারা প্রতিষ্ঠান এর সবচেয়ে সঠিক সমস্যাগুলো বের করেন, যা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি মূল্যবান।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে