Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ , ৭ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৭-২০১৬

শিশুর লিভারের যত্নে

শিশুর লিভারের যত্নে

বেশিরভাগ সময় শিশুর হজমে সমস্যা থেকে লিভারে সমস্যা শুরু হয়। অনেক সময় ম্যালেরিয়া জ্বর থেকেও লিভারে সমস্যা হতে পারে। আজকাল প্রচুর পরিমাণে ফাস্টফুড খাওয়ার কারণেও শিশুদের এসব সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ফাস্টফুড থেকে লিভারে ফ্যাট জমে, অবশেষে লিভার সমস্যা দেখা দেয়।

লিভারে সমস্যা হলে ফ্লুইড জমে শিশুর শরীর ফুলে যায় আবার ওজন কমে যেতে পারে। খুব ছোট শিশুদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়া, ভাইরাস ও বিভিন্ন প্যারাসাইট এর সংক্রমনের মাধ্যমে শরীরে হেপাটাইটিস বি, নন এল, নন বি থেকে লিভারে সমস্যা হতে পারে।

লিভারের সমস্যা দেখা দিলে, অবশ্যই দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড টেস্ট করে লিভারের অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সহজে হজম হয় এমন খাবার শিশুকে খাওয়াতে হবে। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে কম তেল, কম মসলাযুক্ত খাবার খাওয়ানো জরুরি। এসময় ডাবের পানি, শরবত, গ্লুকোজ দেয়া শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী হবে।

সচেতনতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে