Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৫ আগস্ট, ২০২০ , ৩১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৫-২০১৬

মানসিক অবক্ষয় রোধ করে ভিডিও গেমস!

মানসিক অবক্ষয় রোধ করে ভিডিও গেমস!

শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই ভিডিও গেমস খেলতে পছন্দ করেন। কেউ তো গেমস খেলতে খেলতে আসক্ত হয়েও পড়েন। এই নিয়ে অশান্তির শেষ নেই। কিন্তু না, চিন্তার কারণ নেই। আপনার গবেষকরা বলছেন গেম খেলার কিছু উপকারী দিকও রয়েছে। 

আওয়া বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় জানা গিয়েছে সপ্তাহে ২ ঘণ্টার মতো মাথা ঘামানো ভিডিও গেম খেললে মানসিক অবক্ষয় কম হয়। এমনকি যদি নিয়মিত এ ধরনের ভিডিও গেম খেলা যায়, বয়সের সঙ্গে সঙ্গে নানা রকম কাজের দক্ষতাও কম হয় না। অনেক বাবা মাকে বলতে শোনা যায়, ভিডিও গেম খেলে খেলে উন্মাদ হয়ে যাবে তাঁর সন্তান। 

তাঁদের জেনে রাখা উচিত, ভিডিও গেম খেললে শিশুদের মস্তিস্কে গন্ডগোল হয় এই তথ্য সম্পূর্ণ ভুল। সমীক্ষায় প্রকাশ, যাঁরা বেশি মাত্রায় অ্যাকশন ভিডিও গেম খেলছে, তাঁদের বই পড়ার দক্ষতাও কয়েক গুণ বেড়ে যায়।

যে সমস্ত শিশুর ডিসলেক্সিয়া আছে, ভিডিও গেম তাদের সারিয়ে তুলতে পারে। যাঁরা মনে করেন, ভিডিও গেমই তাঁর সন্তানের ভবিষ্যত্‍ শেষ করে দিচ্ছে, তাঁদের জানা উচিত, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা ভিডিও গেম খেলে, ডাক্তারি ছাত্রদের চেয়েও তারা ভার্চুয়াল সার্জারিতে এগিয়ে। সমীক্ষকদের মতে, যাঁরা লেখাপড়া করেন এবং সপ্তাহে অন্তত ৩ ঘণ্টা ভিডিও গেম খেলেন, তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে ভুলের পরিমাণ অনেক কমে যায়।

টিভির সামনে বসে থাকলেও চোখের সমস্যা বাড়ে। ভিডিও গেমের সামনে বসে থাকলে সেটা হতে পারে, এ তো স্বাভাবিকই। কিন্তু জানেন কি, আমেরিকান পেন সোসাইটির একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভিডিও গেম খেললে দুশ্চিন্তা দূর হতে পারে, শারীরিক যন্ত্রণা কমতে পারে, ক্রনিক ব্যধিরও উপশম হতে পারে। এমনকি হৃদরোগে আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে পারে ভিডিও গেম। তাহলে এবার কি সন্তানের পিছনে টিক টিক কররেন? নাকি নিজেও এবার দিনে কয়েক ঘণ্টা ভিডিও গেম খেলা প্রাকটিস করবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে