গাজনি, ২৫ ফেব্রুয়ারী- ‘আমি মেসিকে ভালোবাসি। আর আমার এই জার্সিটি প্রমাণ করে মেসিও আমাকে ভালোবাসে’- এমনটাই বলছিল পলিথিনের ব্যাগ কেটে নিজের পছন্দের তারকা লিওনেল মেসির জার্সি তৈরি করে গায়ে দেয়া আফগানিস্তানের সেই পাঁচ বছরের শিশু মুর্তজা আহমেদি।
তবে এবার আর পলিথিনের জার্সি নয়, মেসির স্বাক্ষর সংবলিত বিখ্যাত সেই ‘দশ নাম্বার’ জার্সিটিই ছিল তার গায়ে। তাও আবার প্রিয় তারকার কাছ থেকেই পাওয়া। মেসির ‘সবচেয়ে বড় ভক্ত’ বলে খ্যাত মুর্তজাকে এই জার্সিটি পেতে সাহায্য করেছে বিবিসি। এর আগে পলিথিনের ব্যাগ কেটে আর্জেন্টিনা দলের একটি জার্সি গায়ে দেয়া মুর্তজার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি করে।
এদিকে মুর্তজার কাছে মেসির স্বাক্ষর সংবলিত একটি জার্সি পৌঁছে দেয়ার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল ব্যবস্থাপনা দল। মুর্তজার বাবা জানিয়েছেন, তার ছেলে মেসির স্বাক্ষর সংবলিত একটি জার্সি পেয়েছে। এতে তার ‘খুশি সীমা ছাড়িয়ে গেছে’।
মেসি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়ায় তার জার্সি পরিহিত মুর্তজার একটি ছবি ‘ইউনিসেফ আফগানিস্তান’র ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। মুর্তজার জন্য পাঠানো জার্সিটি ছাড়াও তার পরিবারের জন্য মেসির পক্ষ থেকে পাঠানো হয়েছে আরো কয়েকটি শার্ট।
উল্লেখ্য, আফগানিস্তানের যুদ্ধবিদ্ধস্ত গাজনি প্রদেশের একটি দরিদ্র পরিবারে জন্ম মুর্তজা আহমেদির। তার বাবা একজন কৃষক। দারিদ্র্যের কারণে একটি জার্সি বানানোর সামর্থ্য ছিল না মুর্তজার পরিবারের। জার্সি তৈরির জন্য সে তাদের প্রতিবেশিদের ফেলে দেয়া একটি পলিথিনের ব্যাগ একদিন তার বড় ভাইয়ের হুমায়ুনের কাছে এনে দেয়।
পলিথিনের সেই ব্যাগ দিয়েই ছোট ভাইকে একটি জার্সি তৈরি করে দেয় হুমায়ুন। সেই জার্সি পরা মুর্তজার একটি ছবি ফেসবুকে পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা মেসির দৃষ্টি কাড়তেও সক্ষম হয়।