Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৪ জুন, ২০১৯ , ৯ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৪-২০১৬

চালু হচ্ছে আরও চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র

চালু হচ্ছে আরও চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র

ঢাকা, ২৪ ফেব্রুয়ারী- দেশে আরও চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে, সম্মিলিতভাবে কেন্দ্রগুলোতে উৎপাদিত হবে ৫৩৫ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়াও প্রধানমন্ত্রী গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছয় হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে- আশুগঞ্জ গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল, গাজীপুরের কড্ডায় দ্বৈত জ্বালানির ১৫০ মেগাওয়াট, চট্টগ্রামের পটিয়ায় তেলভিত্তিক ১০৮ মেগাওয়াট এবং কুমিল্লার জাঙ্গালিয়ায় দ্বৈত জ্বালানির ৫২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম জানান, ‘বর্তমানে দেশে বিদ্যুতের গ্রাহক প্রায় দুই কোটি। এরমধ্যে ৯২ লাখ গ্রাহক তৈরি হয়েছে গত সাত বছরে। ২০০৯ সালের আগে বছরে গড়ে চার লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হত। কিন্তু ২০০৯ সালের পর থেকে বছরে ১৩ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে।’

সচিব জানান, গত সাত বছরে ৭৩টি নতুন কেন্দ্র চালু হওয়ায় দেশে এখন সচল বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১০০টি।

এছাড়া আরও ৭৫টির নির্মাণকাজ চলছে, যার মধ্যে রামপাল, মাতারবাড়ি, পায়রাসহ বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে