Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০২-২৩-২০১৬

এরশাদের আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন ‍আজ

সাইফ


এরশাদের আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন ‍আজ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারী- সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী গ্রন্থ ‘আমার কর্ম আমার জীবন’  এর মোড়ক উন্মোচন হতে যাচ্ছে আজ (মঙ্গলবার)।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায়  বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান শেলী, সাবেক সচিব মোকাম্মেল হক, মফিজুল ইসলাম, ছড়াকার রফিকুল হক দাদু ভাই এবং জীবনীকার হুসেইন মুহম্মদ এরশাদ।
 
বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা আকাশ প্রকাশনী। প্রকাশক আলমগীর সিকদার জানান, প্রায় ৮৮০ পাতার লেখা এবং ১০৪ পাতার ছবিতে পরিপূর্ণ এই গ্রন্থটি অনেক বেশি সমৃদ্ধ। একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী বলতে যা বোঝায় তাই হলো- ‘আমার কর্ম আমার জীবন’। 
 
জানা গেছে, গত ২ বছরে বইটি লিখেছেন এরশাদ। বইটিতে ওঠে এসেছে জিনাত মোশাররফের প্রসঙ্গটিও। এছাড়া রওশন এরশাদ, বিদিশা ও তার নিকটবর্তী অনেকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও রাজনৈতিক জীবনের প্রায় সব কটি ঘটনা ওঠে এসেছে এই বইয়ে। বইটির মূল্যও ধরা হয়েছে ১০০০ টাকা।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে