Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ , ৮ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-২২-২০১৬

'শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে'

'শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে'

জামালপুর, ২২ ফেব্রুয়ারী- রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বলেছেন, 'অন্ধ বিশ্বাস ও মৌলবাদ যাতে সৃজনশীলতাকে রুদ্ধ করতে না পারে সে ব্যাপারে সকলকে তৎপর থাকতে হবে।'আজ দুপুরে জামালপুর সরকারি আশেক মাহামুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, 'শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে।  ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করতে হবে। কোনো কিছুর মোহে বা সাময়িক লাভের আশায় কেউ যাতে বিপথগামী না হয় সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।'

সবার উপরে দেশকে স্থান দেয়ার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, 'স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র বিজয়ের মাধ্যমে নতুন ভূখণ্ড লাভ বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ এখন মজবুত অর্থনীতির উপর দাঁড়িয়ে। পদ্মা সেতুর মতো বৃহৎ একটি প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। অগ্রগতির এই ধারাটিকে অব্যাহত রাখতে হলে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে।'

সরকারি আশেক মাহামুদ কলেজের ৭০ বছরন পূর্তি উত্সবের চেয়ারম্যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় এমপি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও সরকারি আশেক মাহামুদ কলেজের অধ্যক প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী বক্তব্য রাখেন।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে