Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ , ৩০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২২-২০১৬

নায়ক-খলনায়ক দুটোই রোনালদো!

নায়ক-খলনায়ক দুটোই রোনালদো!
প্রথম গোলের পর রোনালদোকে মদরিচের অভিনন্দন

আবারও নিস্প্রভ রিয়াল মাদ্রিদ। রোববার মালাগার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ১-১ ব্যবধানে ড্র করল তারা। এর ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জিনেদিন জিদানের দলকে। অথচ রিয়াল মাদ্রিদেই প্রথমে এগিয়ে গিয়েছিল। মালাগার রক্ষণভাগ ভেদ করে ম্যাচের ৩৩ মিনিটেই স্বাগতিকদের জালে বল জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। টনি ক্রুসের সহায়তায় গোল করে নিজেদের সমর্থকদের উল্লাসে ভাসার সুযোগ করে দেন সিআর সেভেন।

এর তিন মিনিট পরেই পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ব্যবধান দ্বিগুন করার সহজ সুযোগ নষ্ট করেন সিআর সেভেন। নায়ক থেকে বনে যান খলনায়ক! মালাগার গোলরক্ষক কার্লোস কামিনিকে ফাঁকি দিতে পারেননি তিনি। যে কারণে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যেতে হয় জিনেদিন জিদানের দলকে।

কিন্তু বিরতির পরই সমতায় ফিরে মালাগা। ম্যাচের বয়স যখন ৬৬ মিনিট তখনই স্বাগতিকদের সমতায় ফেরান রাউল রেদাল। এরপর আর গোল করতে না পারলে রিয়ালকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

মালাগার বিপক্ষে ড্র করায় ২৫ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার দখলে ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেও রিয়ালের সমান পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের।

সূত্র : বিবিসি ও ডেইলি মেইল

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে