Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৬ জুন, ২০১৯ , ২ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (27 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২১-২০১৬

যে মেটাল পরবেন তাতে অ্যালার্জি থাকলে মুশকিল

যে মেটাল পরবেন তাতে অ্যালার্জি থাকলে মুশকিল

বডি পিয়ারসিং ব্যাপারটা বেশ প্রাচীন৷ তবে, ট্যাটুর পাশাপাশি বডি পিয়ারসিংও খুব ইন গত কয়েকবছরে, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে৷ কান বা নাক পিয়ারসিং বহু বছর আগে থেকেই প্রচলিত ছিল৷ ইতিহাস ঘেঁটে প্রায় পাঁচ হাজার বছর আগে কান পিয়ারসিং-এর নজির মিলেছে৷ আর খ্রিস্টপূর্ব ১৫০০ শতাব্দীতে নাক পিয়ারসিং এর প্রচলন ছিল বলে জানা যায়৷ আফ্রিকা আর আমেরিকার উপজাতিদের মধ্যে ঠোঁটে বা জিভে পিয়ারসিং করার রেওয়াজও ছিল বহুদিন আগে থেকেই৷ তাই বলা যায় পুরনো কনসেপ্টগুলোই নতুন করে ফিরে আসছে৷ বডি পিয়ারসিং মূলত পশ্চিমী কালচার৷ প্রধানত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই বডি পিয়ারসিং ব্যাপারটা সব দেশে ছড়িয়ে পড়ে৷

১৯৭০ এর দশকে শুধু কান আর নাকের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকলেও ১৯৯০ দশকে শরীরের অন্যান্য জায়গাতেও পিয়ারসিং জনপ্রিয় হতে থাকে৷ বর্তমানে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বজায় রাখার জন্য অনেকেই পিয়ারসিং করান৷ বিশেষ করে ভুরুতে, ঠোঁটে, জিভে বা নাভিতে পিয়ারসিং করার আগ্রহ লক্ষ্য করার মতো এখনকার ছেলেমেয়েদের মধ্যে৷ তবে পিয়ারসিং করাবেন মনস্থির করলে কিছুটা ভাবনাচিন্তার দরকার আছে বইকি৷ শুধুমাত্র হুজুগের বশে নয়, পিয়ারসিং করাবেন ঠিক করলে সবদিক বিবেচনা করে, যথেষ্ট খোঁজখবর নিয়ে তবেই পিয়ারসিং করান ভাল৷ পিয়ারসিং করাবার আগে প্রথমেই যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেগুলো হল-

১) ট্যাটু বা পিয়ারসিং পার্লার এখন যত্রতত্র৷ কিন্ত্ত যে কোনও জায়গা থেকে না করিয়ে ঠিকঠাক জায়গা থেকেই পিয়ারসিং করানো শ্রেয়৷

২) পিয়ারসিং করার আগে সব ইনস্টুমেন্ট যাতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন৷ নাহলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে৷

৩) পিয়ারসিং করার পর যে মেটালের গয়না পরবেন তাতে আপনার কোনও অ্যালার্জি আছে কিনা যাচাই করে নিন৷

৪) পিয়ারসিং করার আগে রুটিন ব্লাডটেস্ট করানো অবশ্যই দরকার৷ ৫) এছাড়াও পিয়ারসিং করাবার আগে অতি অবশ্যই টিটেনাস ইনজেকশান নেওয়া প্রয়োজন৷ অনুলিখন: ঋতুপর্ণা রায়

নোজ পিয়ারসিং করিয়েছিলাম৷ পার্লার থেকেই একটা নোজ-পিন দিয়েছিল৷ ১০ দিন বাদে ওটা বদলে একটা সোনার নাকছবি পরেছিলাম৷ কিন্ত্ত পাঁচদিনের মধ্যে জায়গাটা ফুলে যায়৷ সাদা রসও বার হচ্ছে জায়গাটা থেকে৷ আমার এখন কী করা উচিত? নাকছবি খুলে থাকা উচিত? অদ্বীতিয়া দে, সোদপুর

পিয়ারসিং করার সময়ই সম্ভবত কোনও সংক্রমণ হয়ে গিয়েছে৷ নোজ-রিং আপাতত খুলে ফেল৷ নাক পরিষ্কার রাখো৷ অ্যান্টিবায়োটিক ক্রিম লাগানো যেতেই পারে, তবে কোনও ডার্মাটোলজিস্ট দেখিয়ে নেওয়াই উচিত৷

আমার বয়স ২১৷ বামদিকের ভ্রুতে পিয়ারসিং করাতে চাই৷ কিন্ত্ত বাবা-মা নিষেধ করছেন৷ অথচ আমার খুব ইচ্ছে পিয়ারসিং করি৷ কী করা যায় বলুন তো?

ঠিকঠাক জায়গা থেকে পিয়ারসিং করাতে হবে৷ নাহলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায়৷ পিয়ারসিং পার্লারটিও যেন জীবাণুমক্ত হয়৷ আর সবদিক ভেবে তবে পিয়ারসিং-এর সিদ্ধান্ত নাও৷

গবেষণা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে