ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারী- ভাষার মাস ফ্রেব্রুয়ারি এই মাসে বেজে ওঠে "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে- ফ্রেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এমন গানের সুরে হাতে-হাতে পুষ্পস্তবক নিয়ে ময়মনসিংহের সকল স্তরের জনগণ ও ময়মনসিংহে বসবাসরত বিভিন্ন দেশের বিদেশি নাগরিকসহ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
একুশের প্রথম প্রহর ১২টা ১মিনিটে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হল চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দীন।এরপর পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী,বিভিন্ন দেশের বিদেশি নাগরিকবৃন্দ,ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক,পৌর মেয়র ইকরামুল হক টিটু,পুলিশ কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও অংগ সংঠন। এ দিকে সন্ধ্যা থেকে শহীদ মিনার এলাকা পুলিশের কঠোর নিরাপত্তায় ছিল।