Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ , ১০ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 2.8/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২০-২০১৬

সৌদি বাদশাহর সঙ্গে পুতিনের ফোনালাপ

সৌদি বাদশাহর সঙ্গে পুতিনের ফোনালাপ

রিয়াদ, ২০ ফেব্রুয়ারী- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সৌদি বাদশাহ সালমানকে ফোন করেন। দুই নেতা টেলিফোনে সিরিয়াসহ নানা বিষয়ে মত বিনিময় করেন বলে আরব নিউজ জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপণের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল শুক্রবার। এ উপলক্ষে বাদশাহ সালমানকে ফোন করেন পুতিন। এ সময় দুই নেতা সিরিয়া সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার বিষয়েও একমত হন। এ সময় পুতিন সৌদি বাদশাহকে মস্কো সফরের জন্যও ফের আমন্ত্রণ জানান।

পুতিন এমন এক সময়ে সৌদি বাদশাহকে ফোন করলেন যখন সিরিয়া সঙ্কটকে কেন্দ্র করে দু দেশের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। মাত্র একদিন আগেই সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদেল আল জুবায়ের সিরিয়ায় সৌদি আরব স্থলসেনা পাঠাচ্ছে বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সিরিয়ায় স্থল সেনা পাঠানো হলেও তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করবে না। তারা কেবল জঙ্গি গোষ্ঠী দায়েশের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে যুদ্ধ করবে। তবে সিরিয়া ও রাশিয়া সৌদি সেনা মোতায়েনের ঘোর বিরোধী।

মধ্যপ্রাচ্য

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে