Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ , ৮ আশ্বিন ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (32 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২০-২০১৬

অটো-পাইলট মোডে রয়েছে দল, বলছেন ধোনি

অটো-পাইলট মোডে রয়েছে দল, বলছেন ধোনি

নয়াদিল্লী, ২০ ফেব্রুয়ারী- অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ জয় রাতারাতি আত্মবিশ্বাসী করে তুলেছে তাঁকে। মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিলেন, তাঁর টিম এই মুহূর্তে রয়েছে ‘অটো-পাইলট মোডে’। শুধু তাই নয়। তারই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক এই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন যে, বাইশ গজ থেকে অবসর নেওয়ার ভাবনাকেও তিনি প্রশ্রয় দিচ্ছেন না। সবমিলিয়ে ইতিবাচক মানসিকতা নিয়েই আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে স্টিভ স্মিথদের টি-টোয়েন্টি ক্রিকেটে উড়িয়ে দেওয়ার পর ঘরের মাঠে শ্রীলঙ্কা-বধ। পরপর দু’টি জয় ফের আগ্রাসী করে তুলেছে ধোনিকে। তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় এবং তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম খুব ভাল ক্রিকেট খেলেছে। তাই আমার মনে হয়েছে দলটা এখন অটো-পাইলট মোডে রয়েছে। প্রত্যেকে যদি ফিট থাকার সঙ্গে সেরা ফর্ম ধরে রাখতে পারে, তার চেয়ে সুখবর আর কিছু হতে পারে না।’’

কিন্তু সাফল্যের মধ্যেও ধোনি এ-ও মেনে নিয়েছেন যে, ৫০ ওভারের ম্যাচের চেয়ে ২০ ওভারের ম্যাচে তাঁর দল এই মুহূর্তে অনেক বেশি ধারাল। তিনি বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের বোলারদের ভূমিকা খুবই ভাল। আসলে এই ফর্ম্যাটের ক্রিকেটে বোলাররাও বুঝতে পেরে যায় যে, একটা বা দু’টো বলের পরেই ব্যাটসম্যানরা তাকে পাল্টা আক্রমণ করার চেষ্টা  করবে। ফলে পরিস্থিতির সঙ্গে ওদের মানিয়ে নেওয়ার কাজ সহজ হয়ে গিয়েছে।’’ সেই তুলনায় ৫০ ওভারের ম্যাচে ভারতীয় বোলাররা সেই চাপ এখনও বজায় রাখতে পারছেন না। তিনি বলেছেন, ‘‘ভারতের বাইরে খেলতে গেলে আমরা অনেক সময় ৫০ ওভারের ম্যাচে ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করার কথা বলে থাকি বোলারদের। মাঝের দিকের ওভারে উইকেট না পড়লে স্লগ ওভারে বোলারদের ওপর চাপ তৈরি হয়। ৫০ ওভারের ক্রিকেটে ডেথ ওভারের আমাদের বোলারদের ধারাবাহিকতা খুব ভাল নয়। যে ব্যাপারটা টি-টোয়েন্টি ক্রিকেটে বোলাররা রপ্ত করে ফেলেছে।’’ তাঁর দাবি, ‘‘ভারতে বা দেশের বাইরে ডেথ ওভারে অথবা প্রথম ছ’ওভারে বোলিংয়ে ধারাবাহিকতা সকলের কাছেই স্পষ্ট। তবে সবমিলিয়ে এই বোলিং বিভাগে যথেষ্ট ভারসাম্য রয়েছে।’’

অবসর প্রসঙ্গে ধোনির মন্তব্য, ‘‘এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আইপিএল। তারপর ঘরের মাটিতে টিম অনেকগুলি টেস্ট ম্যাচ খেলবে। তার সঙ্গে পাঁচ-ছ’টি একদিনের সিরিজও রয়েছে। তাই এখনই অবসর নিয়ে ভাবছি না।’’

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে