Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ , ৬ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১৮-২০১৬

যময বাবাকে দেখে বিপত্তিতে শিশু! (ভিডিও সংযুক্ত)

যময বাবাকে দেখে বিপত্তিতে শিশু! (ভিডিও সংযুক্ত)

নিউ ইয়র্ক, ১৮ ফেব্রুয়ারী- ছোট্ট একটা শিশু৷ কত আর বয়স হবে? দেড় বছরও না৷ তারপরও নিজের বাবাকে সে ভালো করেই চিনতো৷ বাবাকে দেখলে ‘পাপা' বলে ডেকে উঠতেই অভ্যস্ত ছিল সে৷ কিন্তু একদিন হঠাৎ করে তার সামনে কাকা এসে দাঁড়াতেই ঘটলো বিপত্তি!

কাকা যে হুবহু তার বাবার মতো দেখতে! তাই কোনটা বাবা আর কোনটা যে কাকা, মানে চাচা, সেটা বারবারই গুলিয়ে যাচ্ছিল ছোট্ট মানুষটার৷ আসলে বাবা আর কাকা যমজ বলে তাঁদের চেহারা যে একেবারে অবিকল একরকম৷ কী আর করবে সে...৷

এরপর হলো আরো মজার একটা কাণ্ড৷ পালাবদল করে বাচ্চাটাকে কোলে নিতে শুরু করলো বাবা আর কাকা৷ আর দু'জনে কোল-বদল করার সময় তাকে জিজ্ঞাসা করলো, ‘বলো তো সোনা কে তোমার বাবা?' তাদের দু'জনের এই চালাকিতে বিভ্রান্তিতে পড়ে যায় শিশুটি৷ কখনো কাকার কোলে চড়ে বাবার দিকে আঙুল তোলে, কখনও আবার বাবার কোলে বসে কাকাকে দেখিয়ে বলে, ‘এইটা বাবা'৷

বলা বাহুল্য, নিজের বাবাকে ঠিকমতো ঠাহর করতে পারে না সে৷ তার এই অবস্থা দেখে দুই ভাই অবশ্য বেশ মজা পান৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বাসিন্দা মজার এই ভিডিওটি অনলাইনে ‘পোস্ট' করার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়৷ ৫ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি ৬০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি৷ আর ইউটিউবে এটি শেয়ার হয়েছে ৩ লাখ ২০ হাজার বার৷

ক্লিক করে দেখুন, আপনিও মজা পাবেন৷ আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন!

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে