Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ , ৪ আষাঢ় ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১৭-২০১৬

ফ্রান্সের জরুরি অবস্থার মেয়াদ বাড়লো

ফ্রান্সের জরুরি অবস্থার মেয়াদ বাড়লো

প্যারিস, ১৭ ফেব্রুয়ারী- ফ্রান্সের পার্লামেন্ট জরুরি অবস্থা জারির মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে। ফলে দেশটিতে ২৬ মে পর্যন্ত এই অবস্থা বহাল রাখার সুযোগ পাচ্ছে প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদে। গত ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হওয়ার পর জনগণের নিরাপত্তার খাতিরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ইতিমধ্যে পার্লামেন্ট দু বার এর মেয়াদ বাড়ানো হল।

তবে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ফরাসি সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। গত কয়েক দিন আগে এই জরুরি অবস্থার তুলে নেয়ার দাবিতে সোচ্চার হয়েছিল মুক্তমনা ফরাসি জনগণের একাংশ।

মঙ্গলবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ওপর এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য অর্থাৎ ২১২ জন প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৩১ জন এবং ভোটদানে বিরত ছিলেন আরো তিনজন। এর ফলে আগামী ২৬ মে পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা বহাল থাকার বিষয়ে নিশ্চিত হলেন প্রেসিডেন্ট ওঁলাদে। এর মাত্র একদিন আগে পার্লামেন্টর উচ্চকক্ষ সিনেটে মেয়াদ বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল।

পার্লামেন্টেভোটের আগে অনুষ্ঠিত এক বিতর্কে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনোভ বলেছেন, দেশে এখনো নতুন ‘সন্ত্রাসী’ সহিংসতার সম্ভবনা তীব্র। তবে দেশের ডানপন্থি গোষ্ঠীগুলো সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, জরুরি অবস্থায় জনগণের মৌলিক অধিকারগুলো অবদমিত হচ্ছে।

এছাড়া ফেব্রুয়ারির শুরুতেই ফ্রান্সের জরুরি অবস্থার সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছিল হিউমেন রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে